Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যেখানে সীমান্ত তোমার লিরিক্স | jekhane simanto tomar lyrics | কুমার বিশ্বজিৎ | লাকী আখন্দ

“যেখানে সীমান্ত তোমার” গানটি বাংলাদেশের আধুনিক গানের জগতে এক অনন্য সৃষ্টি, যা তার গীতিকবিতা, সুর ও আবেগে শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এই গানটির কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ও সম্মানিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, যিনি ১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে এক শক্তিমান কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। গানটির সুরকার ছিলেন স্বনামধন্য সংগীত পরিচালক লাকী আখন্দ, যিনি তাঁর অসামান্য সুর সৃষ্টির ক্ষমতার মাধ্যমে গানটিকে মেধা ও হৃদয়স্পর্শী আবহে রূপ দিয়েছেন। “যেখানে সীমান্ত তোমার” গানটিতে ভালোবাসা, যন্ত্রণার গহ্বর, এবং এক অতল মানসিক টানাপোড়েনের চিত্র ধরা পড়ে। এটি একাধারে প্রেমের গান, আবার এক ধরণের আত্মদর্শনের কথাও বলে—যেখানে সম্পর্কের সীমারেখা, না বলা অনুভব এবং বিচ্ছেদের ব্যথা কাব্যিকভাবে প্রকাশ পায়। এই গান আজও বহু শ্রোতার হৃদয়ে গভীর আবেগ ও নস্টালজিয়ার জন্ম দেয়।

যেখানে সীমান্ত তোমার লিরিক্স | jekhane simanto tomar lyrics | কুমার বিশ্বজিৎ | লাকী আখন্দ

যেখানে সীমান্ত তোমার

তুমি কি চাও না সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেও তো আমার আছে জানা।

আমি তো চাই না তোমার এ দ্বিধা
ভেঙে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি, জানি তার বেদনা,
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা।

তুমি কি চাও না সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

 

Jekhane simanto tomar english lyrics English/ Roman

Tumi ki chaona shonali dine

Shonali shukher-i saara,
Kantar aghat bhule tumi
Eso ei phuler-i kachhe.

Jekhane shimanto tomar
Shekhane boshonto amar,
Bhalobasha hridoye niye
Ami bare bar ashi phire
Daki tomay kachhe.

Hajar phule chheyechhe je poth
Ami chini, chini she thikana,
Tomar moner nirob bhasha
Seyo to amar achhe jana.

Ami to chaaina tomar e didha
Bhenge dao kancher-i badha,
Shimar bandhon chhire tumi
Dhara dao amar-i kachhe.

Jekhane shimanto tomar
Shekhane boshonto amar,
Bhalobasha hridoye niye
Ami bare bar ashi phire
Daki tomay kachhe.

Jhorer dine khulechhe je poth
Ami jani, jani tar bedona,
Notun alor jowar ene
Ami chai tare dite asha.

Tumi ki chaona shonali dine
Shonali shukher-i saara,
Kantar aghat bhule tumi
Eso ei phuler-i kachhe.

Jekhane shimanto tomar
Shekhane boshonto amar,
Bhalobasha hridoye niye
Ami bare bar ashi phire
Daki tomay kachhe.

Exit mobile version