যেভাবে বাঁচি বেঁচে তো আছি [Je bhabe bachi beche to achi] | জাফর ইকবাল

যেভাবে বাঁচি বেঁচে তো আছি [Je bhabe bachi beche to achi] | জাফর ইকবাল

“যেভাবে বাঁচি বেচে তো আছি ” গানটি লিখেছেন আলাউদ্দিন আলী । একজন বাংলাদেশী সুরকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তিনি সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ।

গীতিকারঃ আলাউদ্দিন আলী

সুরকারঃ আলাউদ্দিন আলী

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ জাফর ইকবাল

যেভাবে বাঁচি বেঁচে তো আছি [Je bhabe bachi beche to achi] | জাফর ইকবাল

যেভাবে বাঁচি বেঁচে তো আছি লিরিক্স :

যে ভাবেই বাঁচি বেঁচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি।

তুমি আজ দুলছো সুখের দোলায়
আমি নই জ্বলছি দুখের জ্বালায়।

তুমি কারো সাথী হয়ে থাকবে সুখে
বয়ে যাব আমি দুঃখটাকে।
হারানোর যন্ত্রনা কি দারুন বলবো না।।

ভালবাসা কাঁটা হয়ে বিধলে বুকে
অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে।
আমি সেই সান্তনা কোনদিন চাইবো না।।

আলাউদ্দিন আলীঃ

হারানো দিনের মতো [Harano Diner Moto]

আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন।

আলাউদ্দিন ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তিনি ৯ আগস্ট ২০২০ সালে মৃত্যুবরণ করেন ।

জাফর ইকবাল:

জাফর ইকবাল  ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও সংগীতশিল্পী। তিনি আশির দশকের বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৫০ সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ দুজনেই সংগীতশিল্পী। তাঁর জনপ্রিয় কিছু গানের মধ্যে ‘সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি’, ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’, ‘হয় যদি বদনাম হোক আরও’ অন্যতম।

নিজের কণ্ঠে ‘কেন তুমি কাঁদালে’ শিরোনামে একটি অডিও অ্যালবাম প্রকাশ করেন আশির দশকের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ টেলিভিশনের যুগে ‘সুখে থাকো নন্দিনী’ গানটি গেয়ে দারুণ সাড়া ফেলেছিলেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 যেভাবে বাঁচি বেঁচে তো আছি [Je bhabe bachi beche to achi] | জাফর ইকবাল
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল । তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত । ১৯৮৪ সালে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত বদনাম ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরও’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। মূলত তিনি ছিলেন গিটারবাদক। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহসংগীত তৈরি করিয়েছেন। তার সেই ছবিগুলোও বেশ জনপ্রিয়তা পায়।

জাফর ইকবাল ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল। ১৯৮৯ সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভূজ প্রেমের ছবি ‘অবুঝ হৃদয়’ দারুণ ব্যবসা সফল হয়। এ ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত।

তিনি  ৮ জানুয়ারি ১৯৯২ সালে তিনি মৃত্যু বরণ করেন । 

 

 

Leave a Comment