Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যে তৃষা জাগিলে লিরিক্স [ Je Trish Jagile lyrics ] । স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ

যে তৃষা জাগিলে লিরিক্স [ Je Trish Jagile lyrics ]

স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ

 

 

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা রামকৃষ্ণ মিশন (প্রচলিত নাম বেলুড় মঠ) নামে খ্যাত তার একটি একটি শাখাকেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশন। বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের প্রধাণ কেন্দ্রও ঢাকার এই মঠটি।

এটি বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ আন্দোলন পরিসঞ্চালনের একটি অন্যতম প্রধাণ পীঠস্থান।পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর নিকটে টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এটি অবস্থিত।

১৮৯৯ সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ তাঁর দু’জন শিষ্য স্বামী বিরজানন্দ ও স্বামী প্রকাশনন্দকে ঢাকায় প্রেরণ করেন পূর্ববঙ্গে রামকৃষ্ণ ভাবধারা প্রচার করার উদ্দেশ্যে।

১৯০৪ সাল থেকে এটি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশনা কাজ করতে শুরু করে।১৯১৪ সালের অক্টোবর মাসে বেলুড় মঠ কর্তৃক এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশনের তৎকালীন সঙ্ঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করেন।

ঢাকার জমিদার, ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক যোগেশ চন্দ্র দাসের দান করা সাত বিঘা জমিতে এ মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মঠটি বাংলাদেশস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়।

 

 

যে তৃষা জাগিলে লিরিক্স [ Je Trish Jagile lyrics ] । স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ

 

যে তৃষা জাগিলে লিরিক্স

যে তৃষা জাগিলে তোমারে হারাবো

সে তৃষা আমার জাগায়ো না ।

যে তৃষা জাগিলে তোমারে হারাবো

সে তৃষা আমার জাগায়ো না ।

যে ভালবাসায় তোমারে ভুলিব

যে ভালবাসায় তোমারে ভুলিব

সে ভালবাসায় ভুলায়ো না ।

যে তৃষা জাগিলে তোমারে হারাবো

সে তৃষা আমার জাগায়ো না ।

যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়

সে জ্ঞানের দ্বীপ জ্বালায়ো না ।

যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়

সে জ্ঞানের দ্বীপ জ্বালায়ো না ।

যে যাতনা পেলে তোমারে লভিব

সে যাতনা মোর হরিও না ।

 

 

যে যাতনা পেলে তোমারে লভিব

সে যাতনা মোর হরিও না ।

যে নেশা আমার তোমা ছাড়া করে

সে নেশা আমার জাগায়ো না ।

যে নেশা আমার তোমা ছাড়া করে

সে নেশা আমার জাগায়ো না ।

যে সুখ লভিলে তোমারে ভুলিব

যে সুখ লভিলে তোমারে ভুলিব

সে সুখ সাগরে ভাসায়ো না ।

যে কথার মাঝে তব কথা নাই

সে কথা আমারে শুনায়ো না ।

যে কথার মাঝে তব কথা নাই

সে কথা আমারে শুনায়ো না ।

যে আঁখি ঝরিলে তোমারে লভিব

সে আঁখির ধারা মুছায়ো না ।

যে আঁখি ঝরিলে তোমারে লভিব

সে আঁখির ধারা মুছায়ো না ।

যে তৃষা জাগিলে তোমারে হারাবো

সে তৃষা আমার জাগয়ো না ।

 

 

যে ভালবাসায় তোমারে ভুলিব

যে ভালবাসায় তোমারে ভুলিব

সে ভালবাসায় ভুলায়ো না ।

যে তৃষা জাগিলে তোমারে হারাবো

সে তৃষা আমার জাগয়ো না ।

 

যে তৃষা জাগিলে লিরিক্স [ Je Trish Jagile lyrics ] । স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ

আরও দেখুনঃ

ফিরে আয় না লিরিক্স [ Fire Ay Na Lyrics ] । আবদুল কাদের তুহিন । Abdul Kader Tuhin

Exit mobile version