যে মাটির বুকে ঘুমিয়ে [ Je matir buke ghumiye ] | সৈয়দ আব্দুল হাদী

যে মাটির বুকে ঘুমিয়ে [ Je matir buke ghumiye ] | সৈয়দ আব্দুল হাদী

“যে মাটির বুকে ঘুমিয়ে আছে” গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী । তিনি বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

যে মাটির বুকে ঘুমিয়ে [ Je matir buke ghumiye ] | সৈয়দ আব্দুল হাদী

গীতিকার: নাসিম খান 

সুরকার: সেলিম আশরাফ

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী

যে মাটির বুকে ঘুমিয়ে লিরিক্স :

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ্য মুক্তি সেনা,
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।

রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে,
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে।
সে মাটি ছেড়ে অন্য কথাও
যেতে বলিস না..
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।

রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নেশা,
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা।
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না..
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ্য মুক্তি সেনা,
দে না, তোরা দে না
সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।

 

YaifwwriN4BzRFCyqbslL4 যে মাটির বুকে ঘুমিয়ে [ Je matir buke ghumiye ] | সৈয়দ আব্দুল হাদী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Je matir buke ghumiye lyrics :

Je matir buke ghumiye ache
Lokkho muktisena
De na tora de na
Se matia amar ongge makhiye de na
Roj ekhane surjo othey ashar aalo niye
Hridoy amar dhonno je hoy
aalor porosh peye.

নাসিম খানঃ

নাসিম আলী খান একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী। বাংলাদেশের অন্যতম ব্যান্ড সোলসের সদস্য ও ভোকালিস্ট। ১৯৭৭ সালে তিনি ব্যান্ডটির সাথে যুক্ত হন এবং ১৯৯০-এর দশকে ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী হিসেবে গান করা শুরু করেন। তিনি “যে মাটির বুকে ঘুমিয়ে” সহ আর অনেক গানে তার কন্ঠ দিয়েছেন ।

 

সৈয়দ আব্দুল হাদীঃ

সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। তবে তার কলেজ জীবন কেটেছে রংপুর আর ঢাকায়।

সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আবদুল হাদীর প্রথম রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’। সৈয়দ আবদুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যুগিয়েছেন।

Leave a Comment