![রঙ্গিলা বারই রে [ Rongila Baroi Re ] 1 রঙ্গিলা বারই রে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/2009-05-28__cul3.jpg)
“রঙ্গিলা বারই রে” গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।
রঙ্গিলা বারই রে [ Rongila Baroi Re ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
সুরকারঃ শাহ্ আব্দুল করিম
রঙ্গিলা বারই রে [ Rongila Baroi Re ]
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ভ্রমি
আমার ঘরে থাক তুমি তোমার ভাবে চলো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
করার আর কি করি আমি ভাবি দিবা-নিশি
লোকে বলে কাদায় ঘান খাই, ব্যঙ্গের গলায় ফাঁসি
তোমার লাগি কুল বিনাশি বিফলে দিন গেল
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
যাক না জাতি – হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্য করে কওরে বারই তুমি নি আমার?
তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
শাহ্ আব্দুল করিমঃ
শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।