Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রঞ্জনা লিরিক্স [ Ranjana Lyrics ] । অঞ্জন দত্ত । Anjan Dutt

রঞ্জনা লিরিক্স [ Ranjana Lyrics ]

 

অঞ্জন দত্ত । Anjan Dutt

 

 

অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস, রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম।

তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস করেছেন।

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে।  সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়।

তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতাভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যান এ সাংবাদিকের কাজ করেন

 

রঞ্জনা লিরিক্স [ Ranjana Lyrics ] । অঞ্জন দত্ত । Anjan Dutt

 

রঞ্জনা লিরিক্স

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো

বলেছে পাড়ার দাদারা

অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই

রঞ্জনা আমি আর আসবো না।

রঞ্জনা আমি আর আসবো না।

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি

পদবিতে ছিলো না যে হাত

 

 

মসজিদে যেতে হয় তাই জোর করে যাই

বচ্ছরে দুএকবার। (x2)

বাংলায় সত্তোর পাই আমি এক্সামে

ভালো লাগে খেতে ভাত মাছ

গাঁজাসিগারেট আমি কোনটাই ছুঁইনা

পারিনা চড়তে কোন গাছ।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি

দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি

কব্জির জোরে আমি পারবো না।

পারবো না হতে আমি রোমিও

তাই দুপ্পুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রঞ্জনা আমি আর আসবো না।

রঞ্জনা আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার  মেজ দাদা

শুধু যে তোমার দাদা নয়

আরো কত দাদাগিরি কব্জির কারিগরি

করে তার দিন কেটে যায়। (x2)

তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি

নিলু বিলু কিম্বা নিতাই

 

 

মিথ্যে কথা আমি বলতে যে পারিনা

ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি

দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি

কব্জির জোরে আমি পারবো না।

পারবো না হতে আমি রোমিও

তাই দুপ্পুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রঞ্জনা আমি আর আসবো না।

রঞ্জনা আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা

যাচ্ছে জমে হোম টাস্ক

লাগছে না ভালো আর মেট্রোচ্যানেলটা

কান্না পাচ্ছে সারা রাত (x2)

হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি

জানে  দাদাদের গ্যাং

সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি

পারবো না ছাড়তে এই ঠ্যাং।

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি

দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি

কব্জির জোরে আমি পারবো না

পারবো না হতে আমি রোমিও

তাই দুপ্পুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রঞ্জনা আমি আর আসবো না।

রঞ্জনা আমি আর আসবো না।

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো

বলেছে পাড়ার দাদারা

অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই

রঞ্জনা আমি আর আসবো না ..

 

Ranjana Lyrics

Paray dhukle thyang khora kore debo
boleche parar dadara
onno para diye jachhi tai.
Ranjana ami aar ashbona
Ronjona ami aar ashbona
Dhormo amar ami nije beche neini
Podobite chilona je haat – Ranjana
Mosjide jete hoy tai jor kore jai
Bochhore du ekbar – Ranjana


Chashmata khose gele mushkile pori
Dada ami ekhono je ischoole pori
Kobjir jore ami parbona…
Parbona hote ami romeo
Tai duppur belate ghumiyo
Ashte hobena ar baranday
Ranjana ami ar asbona.
Ranjona ami ar asbona.

 

রঞ্জনা লিরিক্স [ Ranjana Lyrics ] । অঞ্জন দত্ত । Anjan Dutt

আরও দেখুনঃ

ভালো লাগে মহীনের ঘোড়াগুলি লিরিক্স [ Bhalo Lage Mohiner Ghoraguli lyrics] | Mohiner Ghoraguli | 1977


Exit mobile version