রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী

রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।

 

রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী

 

রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী

প্রাথমিক জীবন

রথীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তার প্রাথমিক শিক্ষা শান্তিনিকেতনে। পরে আমেরিকা কৃষিবিজ্ঞান অধ্যয়নের জন্য যান। ১৯০৯ সালে কৃষিবিজ্ঞানে বি.এস. হয়ে দেশে ফিরে আসেন এবং পিতার সঙ্গে শান্তিনিকেতন-শ্রীনিকেতনে কৃষি ও শিল্পের উন্নতিসাধনে যত্নবান হন। বিশ্বভারতী পরিচালনায় তিনিই রবীন্দ্রনাথকে সহায়তা করেন। কারুশিল্প, উদ্যানরচনা ও উদ্ভিদের উৎকর্ষবিধানে তার বিশেষ দক্ষতা ছিলেন। শেষজীবনে চিত্রাঙ্কণও করেছেন।রথীন্দ্রনাথ ঠাকুর ১৪ মে ১৯৫১ থেকে ২২ আগস্ট ১৯৫৩ পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বিবাহ

১৯১০ সালের ২৭ ফেব্রুয়ারি রথীন্দ্রনাথকে বিয়ের পিঁড়িতে বসান। পাত্রী ঠাকুর বাড়ির আত্মীয়, গগনেন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি প্রতিমা দেবী। তিনি ছিলেন বিধবা, রথীন্দ্রনাথের সাথে তাঁর দ্বিতীয় বিয়ে। এই বিবাহই ছিল ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ।

 

রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী

 

১৯৪১ সালে রবীন্দ্রনাথ মারা যাওয়ার কিছুদিন পর থেকে প্রতিমার সাথে বিচ্ছিন্ন থাকতেন। কিন্তু উভয়েই শান্তিনিকেতনেই ছিলেন। মীরা চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্কের পর চিরতরে শান্তিনিকেতন থেকে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি।রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর তাঁর মূল কাজ ছিল, বিশ্বভারতীর ভাঙন ঠেকিয়ে রাখা।

রচনা

রথীন্দ্রনাথ চাইলে অনেক কিছুই হতে পারতেন। হতে পারতেন সাহিত্যিক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নির্মেদ, প্রাঞ্জল, সাবলীল ও সুললিত গদ্য লেখার দক্ষতা তাঁর ছিল। ‘পিতৃস্মৃতি’ এবং স্মৃতিমুখর ‘On the Edges of Time’-তার প্রকৃষ্ট উদাহরণ। পদ্যও তিনি কিছু রচনা করেছিলেন।

তার রচিত গ্রন্থগুলি হল: প্রাণতত্ত্ব (১৩৪৮ বঙ্গাব্দ), অভিব্যক্তি (১৩৫২ বঙ্গাব্দ)। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত গ্রন্থের বঙ্গানুবাদ, অন দি এজেস অফ টাইম (১৯৫৮)। পিতা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখেন পিতৃস্মৃতি।

 

রথীন্দ্রনাথ ঠাকুর । বাঙালি লেখক, শিক্ষাবিদ ও কৃষিবিজ্ঞানী

 

মৃত্যু

১৩ জুন ১৯৬১ সালে ৭২ বছর ৬ মাস বয়সে দেরাদুনে মারা যান রথীন্দ্রনাথ । ১৩ জুন ৭৬ বছর বয়সে ১৯৬৯ সালে মৃত্যুবরণ করেন প্রতিমা দেবী।

আরও দেখুনঃ

Leave a Comment