Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রহমান ইয়া রহমান লিরিক্স | Rahman ya rahman lyrics | গজল | মিশারি আলফাসি

রহমান ইয়া রহমান লিরিক্স,

এটি একটি গজল গান। গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন।

 

রহমান ইয়া রহমান লিরিক্স | Rahman ya rahman lyrics | গজল | মিশারি আলফাসি

 

 

রহমান ইয়া রহমান বাংলা লিরিক্স

রহমান ইয়া রহমান
সাইদনি ইয়া রহমান
ইসরাহ শাদরী কুরআন
ইমলা কালবি কুরআন
ওয়াসকিহ হায়াতি কুরআন

রহমান ইয়া রহমান
সাইদনি ইয়া রহমান
ইসরাহ শাদরী কুরআন
ইমলা কালবি কুরআন
ওয়াসকিহ হায়াতি কুরআন

রহমান ইয়া রহমান
সাইদনি ইয়া রহমান
ইসরাহ শাদরী কুরআন
ইমলা কালবি কুরআন
ওয়াসকিহ হায়াতি কুরআন

লিল্লাহ লিল্লাহ
ইয়াহফু আমালি লিল্লাহ
ওয়ালিল হিফজ কিতাবিল্লাহ
মিন আওয়ালি বিসমিল্লাহ
লিল খাতমি ওয়ালির রিদওয়ান

রহমান ইয়া রহমান
সাইদনি ইয়া রহমান
ইসরাহ শাদরী কুরআন
ইমলা কালবি কুরআন
ওয়াসকিহ হায়াতি কুরআন

ইয়া নুর ইয়া নুর
ইয়া মুহকামু ইয়া তানযিল

লি মুহাম্মদ জিব্রিল
মীর রাব্বিল আরসিদলীল
লিল আলামিল ওয়াল ইনসান
তাকবীরে তাকবীর (আল্লাহু আকবার)

লিলহাফিদ ওয়াহওয়া শাগিহির
ওয়াদ্দাউল আলাইন কারীর
ইয়াহমিল ফাদজরান লিয়ুনির
বিতিলাওয়াতিল আখওয়ান

রহমান ইয়া রহমান
সাইদনি ইয়া রহমান
ইসরাহ শাদরী কুরআন
ইমলা কালবি কুরআন
ওয়াসকিহ হায়াতি কুরআন।

 

rahman ya rahman lyrics in english

 

Rahman Ya Rahman
Syaidni Ya Rahman
Israh shadri Quran
Imla’ Qalbi Quran
Wasqih hayati Quran

Rahman Ya Rahman
Syaidni Ya Rahman
Israh shadri Quran
Imla’ Qalbi Quran
Wasqih hayati Quran

Rahman Ya Rahman
Syaidni Ya Rahman
Israh shadri Quran
Imla’ Qalbi Quran
Wasqih hayati Quran

Lillah Lillah
Yahfu’ Amali Lillah
Walil hifdz Kitabillah
Min Awaliy Bismlillah
Lil Khatmi Walir Ridwan

Rahman Ya Rahman
Syaidni Ya Rahman
Israh shadri Quran
Imla’ Qalbi Quran
Wasqih hayati Quran

Ya Nur Ya Nur
Ya Muhkamu Ya Tanzil

Li Muhammad’an Jibril
Mir Rabbil Arsyidlil
Lil alamil Wal Insan
Takbir Takbir (Allahu Akbar)

Lilhafidh wahwa Shagyhir
Wadda’ ul alayin Qarir
Yahmil Fadjraan Liyunir
Bitilawahtil Akhwan

 

 বাংলা গজল :

গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।

গজল গান উর্দু ও ফার্সি ভাষায় রচিত এক ধরনের ক্ষুদ্রগীত। আমির খসরু এ গানের স্রষ্টা এবং প্রচারের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। তিনি সম্রাট আলাউদ্দিন খিলজিকে প্রতিরাতে একটি করে গজল শোনাতেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনাও কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে। প্রথম কলি ‘স্থায়ী’ এবং বাদবাকি কলিগুলো ‘অন্তরা’

গজল ভালো গাইতে হলে ভালো ভাষা-জ্ঞান থাকা প্রয়োজন। টপ্পা ও ঠুমরির মতো গজল প্রধানত কাফি, পিলু, ঝিঝিট, খাম্বাজ, বারোয়া, ভৈরবী রাগে গাওয়া হয়। গজল গানে একটি বিশেষ আবেদন আছে, তাই এ গান শ্রোতার মনকে রসে আপ্লুত করে তোলে। গজল খুবই জনপ্রিয় গান।

সম্রাট বাহাদুর শাহ জাফর, মীর্জা গালিব, দাগ, জওক, আরজু প্রমুখ অনেক কবি অজস্র সুন্দর সুন্দর গজল রচনা করে গেছেন। সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, নবাব ওয়াজেদ আলী শাহর মতো ইতিহাস-প্রসিদ্ধ ব্যক্তিদের রচিত অনেক গজল গানের সন্ধান পাওয়া যায়। বাংলা ভাষায় বেশকিছু গজল রচিত হয়েছে। কাজী নজরুল ইসলাম বাংলা গজল রচনায় পথিকৃতের ভূমিকা পালন করেন।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version