হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা

হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা নিয়ে আজকের আলোচনা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উত্তর ভারতীয় শাখা। খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে উদ্ভূত বৈদিক স্তোত্রগুলির মধ্যে এই ধারার উৎস নিহিত রয়েছে। তবে শাস্ত্রীয় সঙ্গীতের আধুনিক ধারাটির উদ্ভব খ্রিষ্টীয় দ্বাদশ শতাব্দীতে। এই সঙ্গীতে অসংখ্য রাগ রয়েছে। আমরা এই তালিকাটিতে ক্রমশ সেসব রাগের নাম ও সংযুক্ত আর্টিকেলে রাগের পরিচিতি যুক্ত করতে চেষ্টা করবো।

গওহর বা গৌহর বাণীর দারভাঙ্গা ঘরানার শিল্পী রাম চতুর মল্লিক
গওহর বা গৌহর বাণীর দারভাঙ্গা ঘরানার শিল্পী রাম চতুর মল্লিক

খুব পরিচিত ও প্রতিষ্ঠিত রাগ গুলো ছাড়া অন্যন্য রাগগুলোর নাম বা রূপ নিয়ে অনেক রকম বিতর্ক আছে। আবার প্রতিষ্ঠিত রাগগুলোর কিছু আদি রূপ আছে যা এখন আর গাওয়া বাজানো হয় না। কেউ ঠাট ভিত্তিক বিভাজন এবং সেই মতে নামকরণ কে প্রমান্য ধরেন। আবার কেউ কেউ এখনো অঙ্গ ভিত্তিক রাগের বিভাজনকে প্রমান্য ধরেন। তাই যেকোনো রাগের আরোহণ, অবরোহণ, চলন, বাদী-সমবাদী নিয়ে চট করে বিতর্কে যাওয়া উচিৎ নয়।

শাস্ত্রীয় সঙ্গীত একটি যাত্রা। যে যাত্রাপথে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে ধ্রুব মনে হতে পারে। আবার আরও কিছুদূর যাবার পরে সেটা প্রমান্য নাও মনে হতে পারে। তাই শিখতে থাকা এবং আনন্দ নিতে থাকাটাই জরুরী। বিতর্ক করে নিজমত প্রতিষ্ঠিত করা জরুরী নয়। আপনি সমৃদ্ধ হতে থাকলে এক পর্যায়ে গিয়ে সবার নিজস্ব সত্যের রূপটি পরিষ্কার হবে।

 

ওস্তাদ ফাইয়াজ খান, আগ্রা ঘরানা

 

হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত রাগগুলির তালিকা নিম্নে প্রদত্ত হল-

Table of Contents

অ – আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • অভারি
  • অভেরি টোডি
  • রাগিনী অভিরি
  • অভোগী
  • অভোগী কানাড়া
  • অদ্ভূত কল্যাণ
  • অদ্ভূত রঞ্জনী
  • রাগিনী অহিমোহিনী
  • অম্বা মনোহরি
  • অম্বিকা সারং
  • অমৃত কল্যাণ
  • অমৃতবর্ষিণী

 

আ – আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • আদি
  • আদি বসন্ত
  • আরাবি
  • আছোব
  • আদমবাড়ি কেদার
  • আদানা
  • আদানা বাহার
  • আদানা মালহার
  • আঘালি
  • আহির ভৈরব
  • আহির কানাড়া
  • আহির লালাত
  • আহির ললিত
  • রাগিনী আহিরী
  • আহিরী মালহার
  • আহিরী টোদি
  • আজাদ
  • আজাদ হিন্দোল
  • আলমগিরি
  • আমারি । রাগিনী
  • আমিরি কোষ | বাচস্পতি অঙ্গ
  • আমির খানি কোষ | বাচস্পতি অঙ্গ
  • আনন্দ
  • আনন্দ ভৈরব
  • আনন্দ লীলা
  • আনন্দ মালহার
  • আনন্দী (রাগিনী)
  • আনন্দী বাহার
  • আনন্দী কেদার
  • আনন্দ কল্যাণ বা নন্দ
  • আন্ধ্রি
  • আন্দিয়ালি ( রাগিনী )
  • অঞ্জনী কল্যাণ
  • অঞ্জনী টোদি
  • অনুরঞ্জনী
  • আলহাইয়া বা আলাহিয়া
  • আলহাইয়া বিলাবল
  • অরাজ
  • অরুণ ভৈরব
  • অরুণ মল্লার বা অরুণ মালহার
  • অরুণ রঞ্জনী
  • আশা বা আসা
  • আসা ভৈরব
  • আসা ভৈরবী
  • আসা কাফি
  • আশা ভৈরবী বা আশা ভৈরবী
  • আসা টোদি
  • আসা আশাবরী
  • আশাবরী | শুদ্ধ ঋষভ আশাবরী
  • আশাবরী টোডি | কোমল ঋষভ আশাবরী | রাগ আশাবরী টোড়ি বা আশাবরী তোড়ি
  • রাগ আসলেখি | রাগিনী
  • আভেরি ভৈরবী
  • আভোগী কানাড়া
  • আউদাভ
  • আউদভ ভৈরব
  • আউদাভ বিলাওয়াল
  • আউদাভ দেবগিরি
  • আউদাভ ধনশ্রী | রাগিনী
  • আউদভ গান্ধার
  • আউদাভ গিরিজা
  • আউদাভ কৌন্স
  • আউদভ শুদ্ধ কল্যাণ
  • আড়ানা

 

ই – আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • ইমন
  • ইমন কল্যাণ
  • ইমন বিলাবল বা ইমনী বিলাবল

উ – আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • উদাসী ভৈরবী

 






 

 

ক – আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • কলাবতী
  • কাফি
  • কাফি কানাড়া
  • কামোদ
  • কালাংড়া
  • কুকুভ বিলাবল
  • কুমারী
  • কেদার
  • কোমল আশাবরী
  • রাগ কৌশিক বা রাগ কৌশী বা রাগ কোঁশী
  • কৌশিকী কানাড়া
  • কৌশী ভৈরব
  • কৌশী ভৈরবী

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • খট
  • খাম্বাজ
  • খাম্বাবতী

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • গান্ধারী
  • গুঞ্জিকানাড়া
  • গুণকলি
  • গুর্জরী টোড়ি
  • গোবরধন টোড়ি
  • গোরখ কল্যাণ
  • গৌড় মল্লার
  • গৌড় সারং
  • গৌরী

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • চম্পক
  • চর্জু কি মল্লার
  • চারুকেশ

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • জয়জয়ন্তী
  • জয়ত
  • জলধর কেদার
  • জয়ন্ত মল্লার
  • জিলফ
  • জৈত কল্যাণ
  • জৈতশ্রী
  • জৌনপুরী

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • ঝিঁঝিট

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • টোড়ি

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • তিলং
  • তিলক কামোদ

  • দরবারী কানাড়া
  • দুর্গা
  • দেবগান্ধার
  • দেবগিরি বিলাবল
  • দেবযানী
  • দেশ
  • দেশকার
  • দেশী

  • ধনাশ্রী
  • ধুড়িয়া মল্লার

  • নট বিলাবল
  • নট ভৈরব
  • নট মল্লার
  • নন্দ বা আনন্দ কল্যাণ
  • নন্দকোষ
  • নায়েকী কানাড়া
  • নায়েকী কানাড়া
  • নারায়ণী
  • নির্ঝরিণী
  • নীলাঞ্জনী
  • নীলাম্বরী

  • পটদীপ
  • পটমঞ্জরী
  • পরজ
  • পাহাড়ি
  • পিলু
  • পুরিয়া
  • পুরিয়া কল্যাণ
  • পুরিয়া ধানেশ্রী
  • পূরবী
  • প্রদীপকী

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • বাঁধনস
  • বাধঁসা সারং / বাঁধনস সারং
  • বাগকোষ
  • বাগেশ্রী
  • বাগেশ্রী বাহার
  • বাগেশ্রী কানাড়া
  • বাগেশ্রী কোষ
  • বাহাদুরী টোডি
  • বাহার
  • বাহারি কেদার
  • বৈরাগী
  • বৈরাগী ভৈরব
  • বৈরাগী তোড়ি
  • বকুল ভৈরব
  • বকুলভরণ
  • বান (পুত্র রাগ)
  • বাঙ্গাল (পুত্র রাগ)
  • বাঙ্গাল ভৈরব
  • বাঙ্গাল বিলাওয়াল
  • বাংলা (রাগিনী)
  • বারারি (মারওয়া আং)
  • বারারি (পুর্বী আং)
  • বারাথি টোদি
  • বরহমস সারং
  • বরাহংসিকা (রাগিনী)
  • রাগ বারোয়া বা বারওয়া
  • বসন্ত
  • বসন্ত বাহার
  • বসন্ত পঞ্চম
  • বসন্ত হিন্দোল
  • বসন্ত কেদার
  • বসন্ত মুখারী
  • বাহার
  • বাসন্তী (রাগিনী)
  • বাসন্তী কানাড়া
  • বাসন্তী কৌন্স
  • বাসন্তী কেদার
  • বয়াতি
  • রাগ বিভাস – মারওয়া অঙ্গ । পুর্বী অঙ্গ । বিভাস অঙ্গ । দেশকার অঙ্গ
  • বিভাস পার্বতী
  • রাগ বেহাগ বা বিহাগ
  • বেহাগ মালব
  • বেহাগ নাট
  • বেহাগ পাট
  • বেহাগ সাবানী
  • বিহাগদা (N সহ)
  • বিহাগদা (n, N সহ)
  • বেহগড়া
  • বিহারী
  • বিহাগোরা
  • বিহাগোড়া মালব
  • বিহারী
  • বিলাসখানি টোড়ি
  • শুদ্ধ বিলাবল
  • বিলাওয়াল
  • বিলাওয়াল দখানি
  • বিলাওয়াল গন্ড
  • বিলাওয়াল কুকুভ
  • বিলাওয়াল মালহার (রাগ গৌড় মালহার এবং আলহাইয়া বিলাওয়ালের মিশ্রণ)
  • বিলাওয়াল নাট
  • বিলাওয়াল শুক্লা
  • বিলাওয়ালি (রাগিনী)
  • বিলাহারী
  • বিনোদ (পুত্র রাগ)
  • বীরধর (পুত্র রাগ)
  • বিরজু কি মালহার
  • বৃন্দাবনী সারং
  • বিহাদ
  • বিহাদ ভৈরব
  • বিন্না ভৈরব
  • বিন্না কৌন্স

– আদ্যক্ষর হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগসমূহের তালিকা :

  • ভৈরব
  • ভৈরব বাহার
  • ভৈরব ভাটিয়ার
  • ভৈরবী
  • ভংখার
  • ভাংখারি
  • ভাস্কলি
  • ভাস্কর (পুত্র রাগ)
  • ভাটিয়ার
  • ভাটিয়ার (মারওয়া আং)
  • ভাটিয়ার (পুর্বী আং)
  • ভাটিয়ারী (রাগিনী)
  • ভাটিয়ারী ভৈরব
  • ভাটিয়ারী গৌরী
  • ভাবমত
  • ভাবমত ভৈরব
  • ভব কৌন্স
  • ভাবসখ
  • ভাবসখ কানাড়
  • ভাবনা পঞ্চম (উপরাগ)
  • ভাওয়ানি
  • ভবানী বাহার
  • ভিলালু
  • ভীম (কাফি ঠাট)
  • ভীমসেন
  • ভীমপালসী
  • ভিন্না ললাট
  • বিন্না রাগেশ্রী
  • ভিন্ন ষড়্‌জ
  • ভূকোষ
  • ভোর (পুত্র রাগ)
  • ভুপালী বা ভূপ
  • ভূপাল (ভৈরব থাট)
  • ভূপাল টোড়ি
  • ভূপেশ্বর
  • ভূপ বিলাওয়াল
  • ভূপ কল্যাণ
  • ভূপ নাট
  • ভূপাওয়ালি
  • ভূপকালী
  • ভূপলাই

  • মঙ্গলবতী [ দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি ]
  • মধুকোষ
  • মধুবন্তী
  • মধুমাদ সারং
  • মাড়
  • মাণ্ড ও মান্দ
  • মারবা
  • মারু বেহাগ
  • মালকোষ বা কৈশিক, কৌশিক, মঙ্গলকৌশিক, মালকংস, মালকোশ, মালকৌশ, মালকৌশিক, মালবকৈশিক, মালবকৌশিক
  • মালগুঞ্জী
  • মালশ্রী
  • মালব
  • মালীগৌরা
  • মালুহা কেদার
  • মিয়া কি মল্লার
  • মিয়া কি সারং
  • মীণাক্ষী
  • মুলতানী
  • মেঘ মল্লার
  • মোহন কল্যাণ
  • মোহনকোষ
  • যোগ
  • যোগকোষ
  • যোগিনী
  • যোগিয়া বা জোগিয়া 

ড়

ঢ়

য়

Leave a Comment