রাগ জিলফ বা রাগ ঝিলফ্ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ। কথিত আছে এই রাগটি হযরত আমির খসরু সৃষ্টি করেছিলেন। এই রাগটি দুটি ঠাটে পাওয়া যায়। এর একটি ভৈরব ঠাটের, অপরটি আশাবরী ঠাটের অন্তর্গত।
রাগ জিলফ বা রাগ ঝিলফ্
ভৈরব ঠাটের জিলফ
আরোহণ স, গ, ম, প দ র্স
অবরোহণ : র্স দ প, ম গ স
ঠাট ভৈরব
জাতি: ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর: কোমল ধৈবত
সমবাদী স্বর: গান্ধার
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: প্রাতঃকাল।
আশাবরী ঠাটের জিলফ।
আরোহণ : সরজ্ঞম, প দ ণ র্স
অবরোহণ : র্স ণ দ প, জ্ঞপ মজ্ঞরসা
ঠাট আশাবরী
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : কোমল ধৈবত
সমবাদী স্বর : কোমল গান্ধার
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময় : প্রাতঃকাল।
তথ্যসূত্র:
রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭।
আরও দেখুনঃ