Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ ঝিঁঝিট

রাগ ঝিঁঝিট হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ ঝিঁঝিট

রাগ ঝিঁঝিট উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের রাগ বিশেষ। প্রকৃতি ক্ষুদ্র। এই রাগে সামান্য পরিমাণ কোমল গান্ধার ব্যবহার করা যায়। আলাপ ও রাগের বিস্তার করা হয় মন্দ্র ও মধ্য সপ্তকে।

রাগ ঝিঁঝিট

আরোহণ: স, র ম গ, ম প ধ ন র্স
অবরোহণ : র্স ণ ধ প ম গ র গ, স
ঠাট : খাম্বাজ

জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর : নিষাদ
অঙ্গ : পূর্বাঙ্গ

সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ধ্ স র ম গ।

 

 

এই রাগটির আরোহণ, অবরোহণ, জাতি ইত্যাদি নিয়ে নানাবিধ মতামত আছে। যেমন–

১. কোনো কোনো মতে আরোহণে শুদ্ধ নিষাদ ব্যবহৃত হয় না। এই বিচারে আরোহণ হয়– স, র ম গ, ম প ধ ণ র্স।
২. কোনো কোনো মতে কোমল গান্ধার ব্যাবহার করা হয়। যেমন– জ্ঞ র স ণ্ ধ্ প্, ধ্ স।

 

 

৩. অন্য প্রকার ঝিঁঝিটে গান্ধার ও নিষাদ বর্জিত হয়। ফলে এটি ঔড়ব জাতীয় রাগে পরিণত হয়।
৪. বাদী ও সমবাদী স্বর হিসাবে গান্ধার ও নিষাদ বিবেচনা করা হয়।
৫. রাগচন্দ্রিকিসার মতে- কোমল মধ্যম ও নিষাদ ব্যবহৃত হয় এবং আরোহণে নিষাদ ব্যবহৃত হয় না। এবং বাদী সমবাদী স্বর ধ-গ।

তথ্যসূত্র:
সঙ্গীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৫ই ভাদ্র’ ‘৮০। ২১ আগষ্ট ‘৭৩

 

আরও পড়ুন:

Exit mobile version