Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ দেশী

রাগ দেশী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ দেশী

রাগ দেশী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ। এই রাগের চলন বক্র এবং নিষাদ দুর্বল। প্রকৃতি শান্ত।

রাগ দেশী

আরোহণ: স র ম প ন র্স
অবরোহণ : র্স প দ, ম প, র জ্ঞ, স র, ণ্ স।
ঠাট : আশাবরী
জাতি : ঔড়ব- সম্পূর্ণ।

 

বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ
অঙ্গ : উত্তরাঙ্গ।

সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : ম প জ্ঞ, স র ণ্ স।

বিভিন্ন গ্রন্থে এই রাগের প্রায় পাঁচ-ছয়টি প্রকার পাওয়া যায়। বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে-এর প্রণীত ক্রমিকপুস্তকমালিকা (ষষ্ঠ খণ্ড) অনুসারে‒ এই রাগ টোড়ির একটি প্রকরণ হিসেবে অনেকে এই রাগকে ‘দেশী টোড়ি’ বলে থাকেন। এতে কখনো কখনো শুদ্ধ ধৈবত ব্যবহার করা হয়। পূর্বাঙ্গে সারং এবং উত্তরাঙ্গে আশাবরী যুক্ত করে এই রাগের সৃষ্টি হয়েছে।

 

 

ভাতখণ্ডেজির প্রদর্শিত উঠাও হলো-
উঠাও : সণ্ স, র প মজ্ঞ, র, সণ্ স, র ম প র ম প, ণদ প, ম প, জ্ঞ, র, প জ্ঞ র, ণ স।

কোনো কোনো মতে এই রাগটি আশাবরী ঠাটের ঔড়ব-ষাড়ব জাতীয় রাগ । এই মতে আরোহে গান্ধার ও নিষাদ বর্জিত এবং অবরোহে মধ্যম বর্জিত। যেমন‒

আরোহণ: স র ম প ধ ম প ন র্স
অবরোহণ : র্স প দ, ম প, র জ্ঞ, স র, ণ্ স।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ঋষভ

 

 

অন্য মতে এই রাগটি আশাবরী ঠাটের ঔড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ । এই মতে আরোহে গান্ধার ও ধৈবত বর্জিত । যেমন‒

আরোহণ: স র ম প ন র্স
অবরোহণ : র্স ণ দ প ম জ্ঞ স।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্‌জ।

এই রাগে আগে কোমল ঋষভ লাগানোর চল ছিল। সে সময় আশাবরী ঠাটেও কোমল ঋষভ ব্যবহার করা হতো। দেশীর এই রূপকে বলা হয়ে থাকে কোমল আশাবরী বা কোমল দেশী।

এই রাগের উৎপত্তির বিচারে মতভেদ আছে। এর একটি মত হলো- সারং ও আশাবরী রাগের সংমিশ্রণে এই রাগের উৎপত্তি হয়েছে। অন্য মতে আশাবরী ও আড়ানা রাগের সংমিশ্রণে তৈরি হয়েছে।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
সংগীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৪ঠা এপ্রিল, ১৯৭৯।

আরও দেখুন :

Exit mobile version