Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ নট মল্লার

রাগ নট মল্লার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ নট মল্লার

রাগ নট মল্লার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ মল্লার। মল্লারের সাথে সমন্বয় করার জন্য কখনো কখনো কোমল গান্ধার ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে শুদ্ধ গান্ধারের ব্যবহার লক্ষ্য করা যায়। কখনো কখনো অবরোহে গৌড় মল্লারে ছায়া পাওয়া যায়। মল্লার অঙ্গের রাগ হিসেবে একে বর্ষা ঋতুর রাগ বলে মান্য করা হয়।

রাগ নট মল্লার

 

আরোহণ: স গর গর গম, ম র প, ণধনর্স
অবরোহণ : র্স ধ, ণপ, মগ মর মরসর ন্‌স
ঠাট : খাম্বাজ (মতান্তর বিলাবল)।
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স

 

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি কালে গেয়।
পকড় : সগরগরগম, মরপ, ধণপ, মপ।

 

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

 

আরও দেখুন:

Exit mobile version