Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ পুরিয়া কল্যাণ

রাগ পুরিয়া কল্যাণ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ পুরিয়া কল্যাণ

রাগ পুরিয়া কল্যাণ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি মিশ্র প্রকৃতির রাগ বিশেষ। এই রাগে ইমন, পুরিয়া, মারবা, পুরিয়া ধানেশ্রী ও পূরবী রাগের ছায়া পাওয়া যায়। এই রাগে তীব্র মধ্যমের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়।

রাগ পুরিয়া কল্যাণ

 

আরোহণ: ন্, ঋগহ্মপ, ধনর্স
অবরোহণ : র্সণধপ, হ্মগঋস
ঠাট : মারবা
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : প
সমবাদী স্বর : স

 

 

অঙ্গ : পূর্বাঙ্গ।

সময় : রাত্রি প্রথম প্রহর।
পকড় : ন্‌ঋগ, হ্মপ, ধ, হ্মগ, হ্মগঋস।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

 

আরও দেখুন:

Exit mobile version