রাগ বসন্ত বাহার উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত একটি রাগ বিশেষ। বসন্ত এবং বাহার রাগের মিশ্রণে এই রাগ সৃষ্টি হয়েছে। বসন্ত মানে ঋতুর পরিবর্তন ও নতুনত্ব। এই রাগ মনকে স্বার্থপরতা দূর করতে উৎসাহিত করে, ঠিক যেমন বসন্ত-পরিচ্ছন্নতা সমস্ত মাকড়ের জাল দূর করে এবং একটি নতুন সূচনা করে। এই রাগে আশা এবং প্রত্যাশার অনুভূতি আছে।
রাগ বসন্ত বাহার
আরোহণ : স হ্ম, প, জ্ঞহ্ম, ণধ, নর্স
অবরোহণ : র্সনদপ, হ্মগ, হ্মগ ঋস
ঠাট : কাফি
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ (বক্র)।
বাদীস্বর : প
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : মধ্য রাত্রি।
পকড় : হ্মদঋস, ণপ, জ্ঞাঋস
তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।
আরও পড়ুন: