Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ বসন্ত বাহার

রাগ বসন্ত বাহার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ বসন্ত বাহার

রাগ বসন্ত বাহার উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত কাফি ঠাটের অন্তর্গত একটি রাগ বিশেষ। বসন্ত এবং বাহার রাগের মিশ্রণে এই রাগ সৃষ্টি হয়েছে। বসন্ত মানে ঋতুর পরিবর্তন ও নতুনত্ব। এই রাগ মনকে স্বার্থপরতা দূর করতে উৎসাহিত করে, ঠিক যেমন বসন্ত-পরিচ্ছন্নতা সমস্ত মাকড়ের জাল দূর করে এবং একটি নতুন সূচনা করে। এই রাগে আশা এবং প্রত্যাশার অনুভূতি আছে।

রাগ বসন্ত বাহার

আরোহণ : স হ্ম, প, জ্ঞহ্ম, ণধ, নর্স
অবরোহণ : র্সনদপ, হ্মগ, হ্মগ ঋস
ঠাট : কাফি
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ (বক্র)।

বাদীস্বর : প
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।

 

 

সময় : মধ্য রাত্রি।

পকড় : হ্মদঋস, ণপ, জ্ঞাঋস

তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

 

আরও পড়ুন:

Exit mobile version