রাগ বসন্ত মুখারী উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত ভৈরব ঠাটের অন্তর্গত একটি রাগ। নামের দিক থেকে বসন্ত মুখারী হলেও- বসন্ত রাগের সাথে এর কোনো মিল নেই। এটি মূলত ভৈরব অঙ্গের প্রভাতের রাগ। এর পূর্বাঙ্গে রয়েছে ভৈরবের ‘স ঋ গ ম’ এবং উত্তরাঙ্গে রয়েছে ভৈরবীর ‘প দ ণ র্স’-এর স্বরবিন্যাস। এর চলনে ভৈরব মতো হলেও ঋষভ এবং ধৈবত আন্দোলিত হয় না।
রাগ বসন্ত মুখারী
আরোহণ: স ঋ গ ম প দ ণ র্স
অবরোহণ: র্স ণ দ প, ম গ ঋ স
ঠাট: ভৈরব
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ষড়্জ
সময়: দিবা দ্বিতীয় প্রহর।
পকড়: স ঋ গ, গ ম, প ম, প দ ণ দ প ম, প ম গ ম, গ ঋ ঋ স
আরও দেখুন: