Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

রাগ বৃন্দাবনী সারং

রাগ বৃন্দাবনী সারং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত রাগ বৃন্দাবনী সারং

রাগ বৃন্দাবনী সারং উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর আরোহণে গান্ধার, ধৈবত এবং অবরোহণে গান্ধার বর্জিত। তবে দুই নিষাদই ব্যবহৃত হয়। গৌড়সারং-এর সাথে মিল আছে বৃন্দাবনী সারং-এর।

রাগ বৃন্দাবনী সারং

 

 

 

আরোহণ: স র ম প ন র্স
অবরোহণ : র্স ণ ধ প ম র স
ঠাট : কাফি।

জাতি : ঔড়ব-ষাড়ব।
বাদীস্বর : ঋষভ
সমবাদী স্বর : পঞ্চম

 

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : ণ্ র্স র, র ম র, র ম প, ম র স ণ্ র, স।

 

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

আরও দেখুন:

Exit mobile version