রাগ মাণ্ড বা রাগ মান্দ

রাগ মাণ্ড বা রাগ‘মান্দ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল  ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। রাগ আশা-র সুরের সাথে এর মিল পাওয়া যায়। এই দুই রাগের স্বর এক হলেও চলনে পার্থক্য আছে।

রাগ মাণ্ড বা রাগ মান্দ

রাগ মাণ্ড বা রাগ ‘মান্দ

 আরোহণ:  স র ম প ধ র্স

অবরোহণ : র্স ন ধ প ম গ র স।

ঠাট : বিলাবল

জাতি : ঔড়ব (গান্ধার ও নিষাদ বর্জিত)-সম্পূর্ণ।

বাদীস্বর : মধ্যম

সমবাদী স্বর : ষড়্‌জ

 

Music GOLNLogo 350X70 02 রাগ মাণ্ড বা রাগ মান্দ

 

অঙ্গ :  পূর্বাঙ্গ।

সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।

পকড় : মগর, ম, পধ, মগর, সন্‌ধ্, স

 

Google News Channel Logo

 

তথ্যসূত্র:

উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।

 

আরও পড়ুন:

Leave a Comment