রাগ সুরদাসী মল্লার [ যেটাকে অনেকে সুরমল্লারও বলে থাকেন। আবার সুরদাসী মালহার বা সুর মালহার বলা হয়, [ Raga Surdasi Malhar or Sur Malhar ] বিখ্যাত সঙ্গীতকার ভক্ত সুরদাস রচিত একটি রাগ। সুরদাসী মল্লার রাগটি কিছুটা অপ্রচলিত শ্রেণীর রাগ। কয়েকটি বিশেষ ঘরানার শিক্ষার্থী ছাড়া নিয়মিত চর্চা বা পরিবেশন করে না।
মালহার গোষ্ঠী হিন্দুস্তানি সঙ্গীত সমুদ্রের একটি প্রধান নদী, যারা বেশ কিছু শাখা প্রশাখা আছে। মালহার রাগ হিন্দুস্থানের বর্ষার বিভিন্ন রূপ-রঙ্গে ভিজে এবং তার সাথে প্রাকৃতজনের আন্দাজের সাথে মিশে নানান প্রশাখার জন্ম দিয়েছে। সেগুলো ওস্তাদ-পণ্ডিতদের হাত দিয়ে সুন্দর প্রবহমান শান্ত মিষ্ট নদিতে পরিণত হয়েছে।
আমরা সঙ্গীত গুরুকুল থেকে সব গুলো মল্লার এর সম্পর্কে একটি করে লেখা (যাতে আরোহ-আবরোহ, পাকাড়, চলন ও রাগের অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকবে) এবং অন্তত একটি স্থায়ী-অন্তরা সহ প্রকাশের চেষ্টা করছি।
Table of Contents
বর্ষার রাগ সুরদাসী মল্লার বা সুরমল্লার
সুরদাসী মল্লার রাগের ঠাট-কাফী। বাদীস্বর-মা। সম্বাদীস্বর-সা। জাতি-ঔড়ব ষাড়ব ।
মৌসুমী রাগ : হা । মৌসুম : বর্ষাকাল।
মা রা স্বরসঙ্গতি বার বার ব্যবহৃত হয় । ণা পা, মা রা পা, ণা মাপা, ণা ধা পা, শুদ্ধ ও কোমল উভয় নিষাদ ব্যবহৃত হয়। বর্জিত-স্বর : গান্ধার।
আরোহণ : নৃা সা রা মা পা ণা ধা পা না র্সা।
অবরোহণ : র্সা ধা পা মা পা মা রা নৃা সা।
পকড় : মা রা পা ণা পা মা রা।
সুরদাসী মল্লার এর চলন:
সা নৃা সা, রা মা, মা পা, ণা ধা পা, মা পা মা রা সা ণা ণা পা মা রা সা রা মা মা পা পা ধা পা না সা র্রা সা, ণা, মা ণা ধা পা মা পা ণা, পমরসা, মা মা পা না সার্রাণা, গা মা পা ধা পা মা রা, মা পা ণা ধা পা, মা রা পা, মা রা সা
খেয়াল-সুরদাসী মল্লার বা সুরমল্লার এর খেয়াল [ত্রিতাল]
বিজরী চমকে বাদর বরষে
রিমঝিম রিমঝিম বুদন বরষে
গগনে ঘোর ঘন দামিনী দমকে,
ধীর ধীর পবন বহে
সদানন্দ পিয়া আজহুঁনা আয়ে।
সুরদাসী মল্লার এ খেয়াল এর অস্থায়ী [ স্বরলিপি ]:
০
মা পা ণা ধা । পা মা পা পা । মা রা রা রা । সণা ণা সা সা ।
বি জ রী ০ । চ ম কে ০ । বা ০ দ র । ব o র ষে ০ ।
মা রা পা পা । ণা পা না না । সর্না রর্সা ণধা পা । রমা পমা ণধা পা ।
রি ম ঝি ম । রি ম ঝি ম । বৃo 00 দ0 ন । ব0 ০০ র0 যে ।
সুরদাসী মল্লার এ খেয়াল এর অন্তরা [ স্বরলিপি ]
মা মা পা ণা । ণা পা না না। র্সা র্সা র্সা র্সা । র্রা না র্সা র্সা ।
গ গ নে ঘো । ০ র ঘ ন । দা ০ মি নী । দ ম কে ০ ।
না র্সা র্রা র্মা । র্রা র্রা র্সা র্সা । নর্সা র্রা র্সা র্সা । ণা ধা পা পা ।
ধী ০ র ধী । ০ র ০ প । ব০ ০ ন ব । হে ০ ০ ০।
মা রা া মা । মা পা মা পা । র্সাণ র্সা ণধা পা। মরমা মা রা সা ।
স দা ০ ন। ন দ পি য়া । আ০ জ হুঁ০ না । আ০০ ০ য়ে ০।
সুরদাসী মল্লার এ খেয়াল এর অস্থায়ীর বিস্তার :
(১) নৃা সারা মা রা রা সা, সা ণৃা সা মা রা পা, মা রা নৃা সা।
(২) মা পাণা ধা পা, মা পা মা রা পা ণা পা মা রা সা।
(৩) মা পাণা পা না না র্সা, ণা পা মা পা মা রা পা, মা রা নৃা সা
সুরদাসী মল্লার এ খেয়াল এর অস্তরার বিস্তার :
(১) মা পা না র্সা, র্রা না র্সা, ণা পাণা মা পা না র্সা।
(২) র্সা, র্রা না র্সা, না র্সা র্রা র্মা র্র র্রা র্সা, না র্সা ণা ধা পা, মা পা মা রা মা পা না র্সা।
(৩) র্সা, র্সা র্রা র্সা, র্মা র্রা র্পা র্মা র্রা না র্সা, ণা পা না র্সা।
সুরদাসী মল্লার এ খেয়াল এর তাণ :
১।
নৃ সা রমা পমা র্সার্রা । সর্ণা পমা রমা রসা ।
২।
সর্ণা ধপা ণধা পমা । ধপা মরা সরা নৃসা ।
মমা রসা পপা মপা । ণধা পমা পণা ধপা ।
৩।
মমা পপা ণধা পপা । মপা মণা পমা রমা ।
পণা ধপা সৰ্গা ধপা । নর্সা র্রর্সা ণধা মপা।
৪।
মমা রমা পপা মপা । ণণা পণা পমা রমা।
রমা রূপা মপা ণপা । সৰ্পা ধঁপা মণা ধপা।
ধপা মপা মমা রসা। নৃসা রমা পনা র্সা ।
৫।
নৃসা রপা রমা পণা। মপা ণর্সা র্রর্মা র্রর্সা।
র্রর্মা র্রর্সা নর্সা রর্সা । ণপা মপা ণপা নর্সা।
৬। পণা ধপা ণর্সা ণর্সা । র্রর্সা ণর্সা র্রর্মা র্রর্সা।
সুর মাল্লার মূলত রাগ সারং এবং রাগ মল্লারের মিলমিশে তৈরি হয়েছে। সারং দুপুরের পরের [তৃতীয় প্রহরের] রাগ। আপনি সারং রাগটি শুনতে পারেন, পাশাপাশি মেঘ বা মিয়া মল্লার শুনলে মিলমিশটা ধরা সহজ হবে।

মল্লার গ্রুপের রাগ :
- মেঘ মল্লার,
- সুরদাসী মল্লার ( বা সুর মল্লার)
- রামদাসী মল্লার
- মীরাবাই কি মল্লার ( বা মীরা মল্লার)
- মিঞাঁ কি মল্লার (বা মিঞাঁ কি মল্লার)
- ধুলিয়া মল্লার
- রবিমল্লার
- মধ্মদ সারঙ্গ
গায়ন সরস্বতী বিদুষী কিশোরী আমনকারের রাগ সুরদাসী মল্লার :