রিদ মাজারে রাখবো লিরিক্স | Rid majare rakhbo lyrics | Shaan | Shreya Ghoshal

রিদ মাজারে রাখবো লিরিক্স,শান জন্ম শান্তনু মুখোপাধ্যায় একজন প্রখ্যাত ভারতীয় গায়ক এবং অভিনেতা। তিনি ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের কান্দ্বায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত হিন্দি গান করেন। তার কর্মজীবনের শুরুতে তিনি তার বোন সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান করেন।

Song: Tomay Hrid Majhare Rakhbo Lyrics
Singer: Shaan And Shreya Ghoshal
Lyrics: Dwij Bhushan

রিদ মাজারে রাখবো লিরিক্স | Rid majare rakhbo lyrics | Shaan। Shreya Ghoshal

 

রিদ মাজারে রাখবো লিরিক্স | Rid majare rakhbo lyrics | Shaan। Shreya Ghoshal

 

রিদ মাজারে রাখবো লিরিক্স

ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না,
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (২বার)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না,
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন…
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

 

রিদ মাজারে রাখবো লিরিক্স | Rid majare rakhbo lyrics | Shaan। Shreya Ghoshal

 

Rid majare rakhbo lyrics in english

Orey chhere dile sonar gour
Khyapa chhere dile sonar gour
Aamra aar pabo na, aar pabo na
Tomay hrid majhare rakhbo chhere debo na
Bhubano mohono gora
Kon moni jonar monohora
Orey radhar preme matoyara
Chand gour amar radhar preme matoyara
Dhulay jaay bhai goragori
Jete chaile jete debo na na na
Tomay hridoy majhe rakhibo chhere debo na
Jabo brojer kule kule
Amra rakhbo paaye rangadhuli
Ore nayonete nayon diye rakhbo taare
Chole gele jete debo na
Na na na jete debo na
Je daake gour bole
Ogo bhoy kigo taar brojer kule
Orey dwijo bhuson chand bole
Choron chhere debo na
Tomay bakho majhe rakhbo
Chere debo na
 রিদ মাজারে রাখবো লিরিক্স | Rid majare rakhbo lyrics | Shaan। Shreya Ghoshal

 

 শান তিনি তার কর্মজীবনের একটি খুব প্রাথমিক পর্যায়ে টেলিভিশন অনুষ্ঠান দিয়ে শুরু করেন। তিনি ২০০৬-২০০৭ থেকে সা রে গা মা পা এর হোস্ট ছিল এবং সা রে গা মা পা কাম্প। শান ভারতের স্টার ভয়েস এবং “ভারত-২ স্টার ভয়েস” নামক আরেকটি জনপ্রিয় রিয়ালিটি শো হোস্ট ছিলেন। তিনি একটি অত্যন্ত জনপ্রিয় ২০০৯-২০১০ সালে “মিউজিক কা মহা মোকাবেলা” শো’তে অংশগ্রহণ করেন ও গায়ক হিসেবে খ্যাতি পান।

আরও দেখুনঃ

Leave a Comment