রুপসী কন্যা গো লিরিক্স | Ruposhi konna go lyrics | Andrew kishore | Sabina yasmin

 

 রুপসী কন্যা গো লিরিক্স,

গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

 

রুপসী কন্যা গো লিরিক্স | Ruposhi konna go lyrics | Andrew kishore | Sabina yasmin

 

 

শোন গো রুপসী কন্যা গো লিরিক্স | shono go ruposhi konna go lyrics | andrew kishore | sabina yasmin

শোন গো রুপসী কন্যা গো লিরিক্স

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

ও তার খোঁপায় পরা রুপার কাঁটা গো

ও তার খোঁপায় পরা রুপার কাঁটা গো

হাতে কাঁকন বালা

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

কলসি কাকে জল ভরীতে

নিত্য আসো নদীর ঘাঁটে গো

কলসি কাকে জল ভরীতে

নিত্য আসো নদীর ঘাঁটে গো

ও তার চিকন চাকোন গঠন গাঁঠন গো

ও তার চিকন চাকোন গঠন গাঁঠন গো

হাতে বরণ ডালা

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

রুপের ছায়া পরে জলে

ওরে রুপে যেন আগুন জলে গো

রুপের ছায়া পরে জলে

ওরে রুপে যেন আগুন জলে গো

মুখের হাসি মিঠি মিঠি গো

ও তার মুখের হাসি মিঠি মিঠি গো

আইল সুখের পালা

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

ও তার খোঁপায় পরা রুপার কাঁটা গো

ও তার খোঁপায় পরা রুপার কাঁটা গো

হাতে কাঁকন বালা

কার লাগি গাথ ফুলের মালা

শোন গো রূপসী কন্যা গো

কার লাগি গাথ ফুলের মালা

 

 

এন্ড্রু কিশোর:

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক।[১][৩][৪] তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের “হায়রে মানুষ রঙিন ফানুস” গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

সাবিনা ইয়াসমিন:

সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

তার গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল “জন্ম আমার ধন্য হলো মা গো”, “সব ক’টা জানালা খুলে দাও না”, “ও আমার বাংলা মা”, “মাঝি নাও ছাড়িয়া দে”, “সুন্দর সুবর্ণ” ও “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার”। গান গাওয়ার পাশাপাশি তিনি ২০১০ সালে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তার তৃতীয় স্বামী কবীর সুমন একজন স্বনামধন্য সঙ্গীতশিল্পী ও সুরকার।

 

শোন গো রুপসী কন্যা গো লিরিক্স | shono go ruposhi konna go lyrics | andrew kishore | sabina yasmin

 

আরও দেখুনঃ

Leave a Comment