লতিফুল ইসলাম শিবলী । বাংলাদেশী সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার

লতিফুল ইসলাম শিবলী বাংলাদেশী সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার। তিনি একাধিক নাটক লিখেছেন। বাংলাদেশে ৯০ দশকে ব্যান্ড গানের ক্ষেত্রে অন্যতম গীতিকবি হিসেবেও পরিচিত তিনি।গীতিকার পরিচয়ের বাইরে লতিফুল ইসলাম শিবলী একাধারে কবি, গায়ক, লেখক, গায়ক এবং অভিনেতাও। লিখেছেন নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্যও। নাট্যকার হিসেবে তার লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি’। এছাড়া নিজের লেখা নাটক রাজকুমারীতে মির্জা গালিবের চরিত্রে অনবদ্য অভিনয়ও করেন তিনি।

 

লতিফুল ইসলাম শিবলী । বাংলাদেশী সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার

জীবনী

অভিনয়ের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স শেষে গ্রুপথিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে কাজ করতে করতেই ধীরে ধীরে বিকশিত হতে থাকেন শিল্পের অন্যান্য মাধ্যমে। আধুনিক জীবনযন্ত্রণাগ্রস্ত তারুণ্যের ভাষাকে শিবলী উপস্থাপন করেছেন অত্যন্ত সহজসরল ‘রক’ এর ভাষায়। তার সাফল্য এখানেই । তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সংগীতজগতের কিংবদন্তি গীতিকবিতে ।

নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে(১৯৯৭) মির্জা গালিব চরিত্রে নিজের অনবদ্য অভিনয় অনেকের মন কেড়েছে। বাংলা একাডেমী প্রকাশ করেছে তার ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন'(১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ।

শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। লতিফুল ইসলাম শিবলী গড়েছেন একটি ব্যান্ড দল। দলের নাম ‘সং অফ বিলিভ’।

 

YaifwwriN4BzRFCyqbslL4 লতিফুল ইসলাম শিবলী । বাংলাদেশী সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

সংগীত জীবন

লতিফুল ইসলাম শিবলির নিজের লেখা, সুর ও কম্পোজিশনে এবং নিজের কণ্ঠে গাওয়া তার প্রথম অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’ প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে।‘কষ্ট পেতে ভালবাসি’, ‘কেউ সুখি নয়’, ‘হাসতে দেখো-গাইতে দেখো’, ‘নীল বেদনা’, ‘আহা জীবন’, ‘একটা চাকরি হবে চাঁদমামা’র মতো তার লেখা অসংখ্যা জনপ্রিয় গান গেয়েছেন আইয়ুব বাচ্চু।

নগরবাউল জেমস গেয়েছেন তার লেখা আর সুরে ‘জেল থেকে বলছি’, ‘গিটার কাঁদতে জানে’, ‘প্রিয় আকাশি’, ‘নাটোর স্টেশন’, ‘একজন বিবাগি’, ‘এ-শহরের কত-শত অট্টালিকার ফাঁকে’সহ আরো অসংখ্য গান।

লতিফুল ইসলাম শিবলির লেখা গানের মধ্যে আরো রয়েছে মাইলসের ‘পলাশির প্রান্তরে’, ‘শেষ ঠিকানা’, ‘হ্যলো ঢাকা’ আর সোলস গেয়েছে ‘হাজার বর্ষা রাত’। তুমুল জনপ্রিয় গান ‘তুমি আমার প্রথম সকাল’ গেয়েছেন তপন চৌধুরী ও শাকিলা জাফর। ৯০ দশক জুড়ে প্রায় ৩০০ গান লিখেছিলেন এই গীতিকবি ।

 

ব্যক্তিগত জীবন

দুই সন্তানের জনক লতিফুল ইসলাম শিবলী। একজনের নাম ওমর এবং অন্যজনের নাম ওসমান।

Leave a Comment