লুকিয়ে ভালোবাসবো তারে [ Lukiye Bhalo Bashbo Tare ]

লুকিয়ে ভালোবাসবো তারে
গীতা ঘটক

“লুকিয়ে ভালোবাসবো তারে” গানটি গেয়েছেন ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী গীতা ঘটক এবং সুর করেছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

লুকিয়ে ভালোবাসবো তারে [ Lukiye Bhalo Bashbo Tare ]

সুরকারঃ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ গীতা ঘটক

লুকিয়ে ভালোবাসবো তারে [ Lukiye Bhalo Bashbo Tare ]

লুকিয়ে ভালোবাসবো তারে
জানতে দিব না ,
জানলে পরে প্রাণ নেবে সে
প্রাণ তো দিবে না ।
সে যদি না করে আদর
করব না তায় অনাদর
চোখে চোখে চাইলে পরে

লুকিয়ে ভালোবাসবো তারে
গীতা ঘটক

ফিরে চাইব না ।
লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দিব না
জানতে দিব না ,
জানতে দিব না
লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দিব না ।
বসায়ে হৃদি – সিংহাসনে
হাসব কাঁদব আপন মনে ,
ভেসেছি আপনি ভাসি
তায় ভাসাব না ।
লুকিয়ে ভালোবাসব তারে
জানতে দিব না
জানতে দিব না ,
জানতে দিব না
লুকিয়ে ভালোবাসব
তারে জানতে দিব না ।

গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ঃ

লুকিয়ে ভালোবাসবো তারে
গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ ছিলেন। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিষ্ণুপুর ঘরানায় গান গাইতেন । তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও খেয়াল এবং ধ্রুপদ গানের জন্য খ্যাতিমান ছিলেন। তিনি ১৮৯৫ সালে বর্ধমানের মহারাজার সভায় সংগীতশিল্পী হিসাবে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন এবং ১৯২৪ সাল পর্যন্ত ২৯ বছর ধরে সেখানে কাজ করেছিলেন। এরপরে তিনি কলকাতায় চলে আসেন। সঙ্গীত জীবনের প্রথমদিকে, ১৮৯৫ সালে তিনি বর্ধমানের মহারাজার সভা গায়ক নিযুক্ত হন, এখানে তিনি পরবর্তী ২৯ বছর অর্থাৎ ১৯২৪ সাল পর্যন্ত কাজ করেছিলেন। এটি তার সঙ্গীত জীবনের সবচেয়ে ফলপ্রসূ সময় ছিল। তিনি ভারতীয় সংগীতের তত্ত্ব এবং ইতিহাসের গবেষণায় তার সময় উৎসর্গ করেছিলেন ।

তিনি ১৮ জুলাই ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন । 

গীতা ঘটকঃ

লুকিয়ে ভালোবাসবো তারে
গীতা ঘটক

গীতা ঘটক  একজন ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী। পিতা ডঃ কানাইলাল গঙ্গোপাধ্যায় ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী। গীতা ঘটকের জন্ম জার্মানিতে ও ছেলেবেলার কিছু বছর সেখানেই কাটে। এর পর শান্তিনিকেতনের পাঠভবন ও সঙ্গীতভবনে অধ্যয়ন। বিবাহ করেন সাহিত্যিক মনীশ ঘটকের পুত্র অনীশ ঘটক’কে । তার তিন ছোট বোনের একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী রীতা গঙ্গোপাধ্যায়।

তিনি ১৭ নভেম্বর ২০০৯ সালে মৃত্যুবরণ করেন ।

আরও দেখুনঃ 

Leave a Comment