লুৎফর হাসান । বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক

লুৎফর হাসান একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক। তিনি ১৯৭৯ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ শিরোনামের একটি গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। গানটি গাওয়ার পাশাপাশি সুরারোপও করেন তিনি।

 

 

লুৎফর হাসান । বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক

প্রাথমিক জীবন

১৯৭৯ সালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জন্মগ্রহণ করেন লুৎফর হাসান।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

সঙ্গীত জীবন

লেখা, সুর ও কণ্ঠ দেওয়া মিলিয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় শতাধিক গানে কাজ করেছেন তিনি। তার গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। এই নামেই ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম।

 

YaifwwriN4BzRFCyqbslL4 লুৎফর হাসান । বাংলাদেশি সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও লেখক
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

এ ছাড়া তার গাওয়া ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’, ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’, ‘খরচাপাতির গান’ ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে তার একক অ্যালবাম সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এর অধিক।

২০০৩ সালে গানের কথা লিখে শুরু করা সঙ্গীত জীবনে তিনি কাজ করেছেন আজম খান, সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শাকিলা জাফর এবং অনেকের সাথে। কাজ করেছেন অবসকিউর থেকে শুরু করে নানান ব্যান্ডের সাথেও। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশনে কাজ করেছেন আইয়ুব বাচ্চুর সাথে।

এ ছাড়া আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আবু হাসান শাহরিয়ার, আলফ্রেড খোকন, মারজুক রাসেল, লতিফুল ইসলাম শিবলী, জুলফিকার রাসেল, কবির বকুল, সোমেশ্বর অলি, সেজুল হোসেন, সাদাত হোসাইন ও আখতারুজ্জামান আজাদসহ অনেক কবি লেখকের সঙ্গেও কাজ করেছেন লুৎফর হাসান।

 

লেখালেখি

২০০৮ সালে প্রকাশিত হয় লুৎফর হাসান রচিত প্রথম গ্রন্থ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, এসব মিলিয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত লুৎফর হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি। তার পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হলো ‘ফেকুয়া’, ‘হেলেঞ্চাবতী’, ‘আগুন ভরা কলস’, ‘ঝিনাই পাখি’, ‘লাল কাতানের দুঃখ’, ‘মানিব্যাগ’, ‘বগি নম্বর জ’, ‘যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম’।

Leave a Comment