লোকে বলে আমার ঘরে [ Loke Bole Amar Ghore ]

লোকে বলে আমার ঘরে
বাউল ক্বারী আমির উদ্দিন

“লোকে বলে আমার ঘরে” গানটি বাংলা চলচিত্র লাঠি এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন ক্বারী আমির উদ্দিন আহমেদ । সংগীত প্রেমীদের মতে বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের মধ্যে তিনি প্রধানস্থানীয়। তার লেখা গান করেননি এমন বাউল গানের শিল্পী খুঁজে পাওয়া কঠিন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক।

লোকে বলে আমার ঘরে [ Loke Bole Amar Ghore ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ক্বারী আমির উদ্দিন আহমেদ 

লোকে বলে আমার ঘরে [ Loke Bole Amar Ghore ]

লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে
না গো না চাঁদ নয়
আমার বন্ধু এসেছে……………..
বিশ্বাস করেনা ওরা অবিশ্বাসী মন
তবুও কয় দেখিয়াছি চাঁদের কিরণ
আমি ডাক দিয়া কই এসোনা
নিজের চোখে দেখো না
হৃদয় সিংহাসনে আমার কে বসেছে
না গো না চাঁদ নয়
আমার বন্ধু এসেছে……………..
কপাল পোড়া আমার ডাকে কেও সাড়া না দিলো
ভাগ্য গুণে পূর্ব পুরুষ দু-একজন আসিলো
তারা রুপ দেখিয়া বলে ভাই
ঐরুপের তুলনা নাই
লক্ষ কোটি চাঁদের আলো যেন ঊদয় হয়েছে
না গো না চাঁদ নয়
আমার বন্ধু এসেছে……………..
নগরবাসী ওরা সবাই ঘুমে রাত কাটায়
আমির উদ্দীন প্রেমের পাগল রুপের মূর্তি চায়
ও তাঁর ভক্ত গণে দিয়া প্রাণ
গায় সোনা বন্ধুয়ার গান
সখিগণে বন্ধুর সেবায় পূজো দিতেছে
না গো না চাঁদ নয়
আমার বন্ধু এসেছে……………..

ক্বারী আমির উদ্দিন আহমেদঃ 

লোকে বলে আমার ঘরে
বাউল ক্বারী আমির উদ্দিন

লোকে বলে আমার ঘরে গানের কন্ঠশিল্পী জীবন্ত কিংবদন্তি বাউল ক্বারী আমির উদ্দিন আহমেদ। সংগীত প্রেমীদের মতে বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের মধ্যে তিনি প্রধানস্থানীয়। তার লেখা গান করেননি এমন বাউল গানের শিল্পী খুঁজে পাওয়া কঠিন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক। বলতে গেলে বাউল কবিদের মধ্যে সর্বাধিক বাউল গানের স্রষ্টা ক্বারী আমির উদ্দিন। তার জন্ম ১৯৪৩ সালের ১৯ ফেব্রুয়ারী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে। পিতার নাম শাহ মুহাম্মদ রুস্তম আলী শেখ, মাতার নাম আলেকজান বিবি।তার পূর্বপুরুষরা ফকিরি ধারার লোক ছিলেন, তাই শৈশব থেকেই তিনি ছিলেন এই ধারার অনুরাগী। হরেক রকমের বাদ্যযন্ত্র বাজানোয় তিনি ছিলে সমান পারদর্শী।

প্রথম দিকে তিনি বেশিরভাগ দুর্বিন শাহ এর রচিত গান গাইতেন। তিনি দুর্বিন শাহ এর মৃত্যুর পর আরো বেশি আলোচনায় আসেন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক।

আরও দেখুনঃ

Leave a Comment