Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

লোকে বলে বলেরে লিরিক্স – হাসন রাজা [ Loke Bole Bole Re Lyrics – Hason Raja ]

লোকে বলে বলেরে লিরিক্স

 

হাসন রাজা-Hason Raja

অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্‌ এর প্রধান পথিকৃৎ।

এর পাশাপাশি নাম করতে হয় ইবরাহীম তশ্না দুদ্দু শাহ্‌, পাঞ্জ শাহ্‌, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ্‌, শিতালং শাহ, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শনচেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।

 

লোকে বলে বলেরে লিরিক্স – হাসন রাজা [ Loke Bole Bole Re Lyrics Hason Raja ]

 

হাসন রাজা-Hason Raja

লোকে বলে বলেরে লিরিক্স

লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার

লোকে বলে বলেরে
ঘর বাড়ি ভালা নাই আমার

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার

লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার

এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখবো আল্লায়
তাই ভাবিয়া কান্দে

লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন

লোকে বলে বলে রে
ঘর বাড়ি ভালা নাই আমার

হাসন রাজা-Hason Raja

Loke Bole Bole Re Lyrics

Loke Bole bole re
Ghor bari vala nai amar
Ki ghor banaibo ami shunner o majhare

Loke Bole bole re
Ghor bari vala nai amar

Bhalo koira ghor banaiya
Koy din thakmu ar
Ayna diya chaiya dekhi
Pakna chul amar

Loke Bole bole re
Ghor bari vala nai amar

E vabiya Hason Rajay
Ghor duar na bandhe
Kothay niya rakhbo Allah
Tai vabiya kande

Loke Bole bole re
Ghor bari vala nai amar

Janto jodi Hason Raja
Bachbo kotodin
Banaito dalan kotha
Koriya rongin

Loke Bole bole re
Ghor bari vala nai amar

 

হাসন রাজা-Hason Raja

হাছন রাজার জীবণীঃ

হাছন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাছন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার খালাতো ভাই আমির বখ্‌শ চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। হুরমত বিবির গর্ভেই হাছন রাজার জন্ম। হাছনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রেয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মত তারই নামের আকারে তার নামকরণ করেন অহিদুর রাজা।

 

আরও দেখুনঃ

 

 

Exit mobile version