শাফিন আহমেদ । বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার

শাফিন আহমেদ একজন বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। তিনি বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। তিন দশক ধরে বাংলদেশের জনপ্রিয় পপ ব্যান্ড ‘মাইলস’-এর সদস্য হিসেবে জনপ্রিয় শাফিন আহমেদ।

 

শাফিন আহমেদ । বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার

প্রাথমিক জীবন

শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন।  তার মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

কর্মজীবন

বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেইসময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

 

তার জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।মাইলস তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম  “প্রতিশ্রুতি”। এর ভেতর “চাঁদ তারা” গানটি খুব জনপ্রিয় হয়েছিলো তাছাড়া বাকি গানগুলোও জনপ্রিয় ছিলো।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শাফিন আহমেদ । বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

২০১৭ সালে অক্টোবরেও তিনি একবার ব্যান্ডটি ছাড়ার কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন। ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর কয়েকমাস পর ফের ব্যান্ডে ফেরেন । মাইলসের ভাঙনের ফলে যাত্রা শুরু করেছেন এককভাবে। ইতোমধ্যে নতুন লাইন আপ নিয়ে কাজ শুরু করেছেন তিনি। ‘শাফিন আহমেদ ভয়েস অফ মাইলস’ এই লাইন আপে ইতোমধ্যে গত জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো কনসার্ট করেছেন।

 

রিদম অব লাইফ

শা-ফিন আহমেদ রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন(গীটার), শাহিন(গীটার), সুমন(কি-বোর্ড), উজ্জ্বল(পার্কিশন), শামস(বেজ গিটার) এবং রূমি(ড্রামস)।

Leave a Comment