Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

শারমিন সুলতানা সুমি । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

শারমিন সুলতানা সুমি । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

শারমিন সুলতানা সুমি (সুমি নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী। তিনি জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রধান গায়িকা।

 

 

শারমিন সুলতানা সুমি । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

প্রাথমিক জীবন

শারমিন সুলতানা সুমি খুলনায় বাবা মকবুল হোসেন এবং মাতা শেলি খাতুন এর ঘরে জন্মগ্রহণ করেন। সুমি এর পরিবারে ৫ বোন ও ২ ভাই আছেন। এরপর পড়াশোনা করতে ঢাকায় পাড়ি জমান। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং এখান থেকে পড়াশোনা সম্পন্ন করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কর্মজীবন

সুমি ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা।এছাড়া তিনি অন্যান্য শিল্পীদের জন্যও তিনি গান লেখেন, গান করেন, সুর করেন। টেলিভিশন, আয়নাবাজি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে সুমি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ‘আয়নাবাজি’র ‘দুনিয়া’ গানটি লিখেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছে চিরকুট।

 

 

গান লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়। তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ সিনেমাতেও লিখেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’-এ থাকছে তার গান। শব্দ আর সুরের মায়াজালে নিজেকে ডুবিয়ে রাখতে পছন্দ করেন।

চিরকুট ব্যান্ডের বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে রয়েছে- সাজনা, কাটাকুটি, বন্ধু, আমি জানি না, দয়াল, ঘরে ফেরা। তার মধ্যে বেশিরভাগ গান শারমিন সুলতানা সুমির লেখা। তাদের প্রথম শ্রোতাপ্রিয় গান ‘জাদুর শহর’-এ রয়েছে সুমির কলমের দাগ। সিনেমার গানের মধ্যে ‘কানামাছি’, ‘দুনিয়া’ তার কলম থেকে জন্ম নিয়েছে। ‘চিরকুট’ ব্যান্ডের নামটি সুমির দেয়া।

২০১৬ সালে নিজের একক ক্যারিয়ার গড়ার জন্য যখন পিন্টু ঘোষ চিরকুট ছাড়েন তখন সুমি তার যোগ্য নেতৃত্ব দিয়া আগলে রাখেন চিরকুটকে।

একজন প্লে ব্যাক সিংগার হিসেবেও সুমি দিনকে দিন নিজেকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।টানা বেশ কয়েকটি দারুণ কাজ উপহার দিচ্ছেন দর্শক শ্রোতাদের।

 

 

অর্জন

সুমি বাংলা একাডেমি কর্তৃক অনন্যা শীর্ষ দশ পুরস্কারে ভূষিত হন।সমাজে বিশেষ অবদানের জন্য অনন্যা ম্যাগাজিন কর্তৃক সুমিসহ ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি ২০১৮ সালের ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা এবং সেরা গানের কথা-র জন্য মনোনয়ন পান।

আরও দেখুনঃ

Exit mobile version