শুদ্ধ সাতের স্বর কখনো – গানটি ১০ টি ঠাটের স্বর চেনাবার জন্য আদর্শ একটি গান। ঠাট এক বিশেষ শ্রেণীর স্বর সমগ্র। প্রতিটি ঠাটই ভিন্ন ভিন্ন শুদ্ধ ও বিকৃত সুরের সমন্বয়ে গঠিত। একটি সপ্তকের ১২টি ঘরের মধ্যে ৭টি করে স্বর নিয়ে এক-একটি ঠাট গঠিত হয়েছে। একেবারে শুরুর দিকে এই গানটির চর্চার মাধ্যমে ১০ টি ঠাটের স্বরে যাতায়াতের অভ্যাস হয়।
বিলাবল – স র গ ম প ধ ন
খাম্বাজ – স র গ ম প ধ ণ
কাফী – স র জ্ঞ ম প ধ ণ
আশাবরী – স র জ্ঞ ম প দ ণ
ভৈরবী – স ঋ জ্ঞ ম প দ ণ
ভৈরব – স ঋ গ ম প দ ন
কল্যাণ – স র গ হ্ম প ধ ন
মারওয়া – স ঋ গ হ্ম প ধ ন
পূর্বী – স ঋ গ হ্ম প দ ন
তোড়ী – স ঋ জ্ঞ হ্ম প দ ন
শুদ্ধ সাতের স্বর কখনো …
শুদ্ধ সাতের স্বর কখনো কড়ি ও কোমল ক’রে
১০ টি ঠাটের সুর বাঁধা হয় রেখে সাতের ঘরে।
বিলাবলে শুদ্ধ সবই নেই তাতে সংশয়
সেই ঠাতে মা কড়ি হলে কল্যাণ ঠাট হয়
খামবাজ কে চেনা সহজ নি যে কোমল হলে
আর সবই স্বর শুদ্ধ থাকে যেমন বিলাবলে
ভৈরব ঠাট অন্য রকম কোমল শুধু রে ধা
অন্য যা স্বর থাকবে সঠিক শুদ্ধ স্বরে বাঁধা
পূরবী শুনি গোধূলি তে বাজে করুন সুরে
রে ধা কোমল আর কড়ি মা এই ঠাটেতেই পরে
মারবা তে রে কোমল আর কড়ি মা হবে
এই নিয়মেই থাকবে এ ঠাট এটাই মানে সবে
গা আর নি কে করলে কোমল
পাই যে কাফির সুর
আশাবরী কোমল নি ধা গা তে সুমধুর
ভৈরবীতে সহজ ব্যাপার কোমল রে গা ধা নি
শুদ্ধ সাতের চার কোমলই আছে এতে জানি
ওস্তাদরা সবাই রেওয়াজ করেন মধুর টোড়ি
রে গা ধা তিন টোড়ির কোমল
আর মা হবে কড়ি।।
ভিডিও দেখুন:
আরও দেখুন: