শুধু গান গেয়ে পরিচয় লিরিক্স [ Shudhu Gaan Geye Porichoy Lyrics ] – সাবিনা ইয়াসমিন [ Sabina Yasmin ]

শুধু গান গেয়ে পরিচয় লিরিক্স [ Shudhu Gaan Geye Porichoy Lyrics ] – “শুধু গান গেয়ে পরিচয়” গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন

 

আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin

 

শুধু গান গেয়ে পরিচয় লিরিক্স

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।

এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে,
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে।

চুপি চুপি দোলা দেয়
ওগো জোছনা তুমি বলোনা
কেন যে উতলা এ হৃদয়।

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।

 

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা,
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা।
নীড়ে পাখি ফিরে যায়
তবু আকাশে-গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়।

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়।
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।

শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়। (২ বার)

 

আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin

 

Shudhu Gaan Geye Porichoy Lyrics – Roman

Shudhu gaan geyei porichoy,
Shudhu gaan geyei porichoy.
Cholar pothe khoniker dekha
Eki shudhu ovinoy.

Shudhu gaan geyei porichoy,
Shudhu gaan geyei porichoy.

Ei Obujh mone ke je khone khone,
Ei Obujh mone ke je khone khone.
Chupi chupi dola dey
O go joshna tumi bolona
Ken je utol e hridoy.

Shudhu gaan geyei porichoy,
Shudhu gaan geyei porichoy.
Cholar pothe khoniker dekha
Eki shudhu ovinoy.

 

 

 

তুমি চাঁদের জোছনা নও গানের লিরিক্স | tumi cader joshna nou lyrics | এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন

 

“সাবিনা ইয়াসমিন” নিয়ে বিস্তারিতঃ

সাবিনা ইয়াসমিন (জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৫৪) একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

 

শুধু গান গেয়ে পরিচয় লিরিক্স। সাবিনা ইয়াসমিন । sabina yasmin

 

সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে। ১৯৭২ সালে অবুঝ মন চলচ্চিত্রের “শুধু গান গেয়ে পরিচয়” গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৬ সালে প্রদত্ত ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন সখী চলচ্চিত্রের “সব সখীরে পাড় করিতে” গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯) ও কসাই (১৯৮০) চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

১৯৮০-এর দশকে তার গাওয়া “জন্ম থেকে জ্বলছি মাগো”, “আমি রজনীগন্ধা ফুলের মত” ও “চিঠি দিও প্রতিদিন” গানগুলো জনপ্রিয়তা অর্জন করে। এই সময়ে তিনি চন্দ্রনাথ (১৯৮৪), প্রেমিক (১৯৮৫), রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭) ও দুই জীবন (১৯৮৮) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি দাঙ্গা (১৯৯১), রাধা কৃষ্ণ (১৯৯২), দুই দুয়ারী (২০০০), দুই নয়নের আলো (২০০৫), ও দেবদাস (২০১৩) চলচ্চিত্রের গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সর্বশেষ পুত্র (২০১৮) চলচ্চিত্রের গানের জন্য তার ১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

 

আরও দেখুন…

Leave a Comment