Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

শুধু টাকার জন্য লিরিক্স | Shudhu takar jonno lyrics | তাবিব | Tabib

“শুধু টাকার জন্য” গানটি জনপ্রিয় শিল্পী তাবিবের কণ্ঠে সুমধুর এক প্রতিবাদী গান। তাবিব একজন সমকালীন বাংলাদেশি গায়ক এবং গীতিকার, যিনি সামাজিক বাস্তবতা ও মানুষের দৈনন্দিন জীবনের নানা দিককে তার গানগুলোতে স্পষ্টভাবে তুলে ধরেন। এই গানটিতে মূলত টাকার প্রভাব ও অর্থনৈতিক অবস্থার কারণে মানুষের সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন নিয়ে গভীর চিন্তাভাবনা ফুটে ওঠে। “শুধু টাকার জন্য” তার সাহসী কথামালার মাধ্যমে শ্রোতাদের মনে শক্ত প্রভাব ফেলে এবং সমাজের একটা বাস্তব চিত্র উপস্থাপন করে। তাবিবের কণ্ঠস্বর ও সুরের মেলবন্ধন গানটিকে করে আরও হৃদয়গ্রাহী ও বোধগম্য।

 

শুধু টাকার জন্য লিরিক্স :

রং তামাশায় বিভৎস চেহারাটা

যায় দেখা যায় চরিত্রে কার

পুরাদেশ ছারখার দেখো কালো কারবারী

যারেধরে তারে মারে এটা যুগ মহামারি

যায় দেখা যায় চরিত্রে কার

আরে জীবনের দাম যেনো দুই টাকা কেজি

আবার অভাবের দিনে চলে এক টাকা ছাড়

তামাশায় মাতি আমি ব্যস্ত জীবন

আমার হতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ

আমি জীবন্ত লাশ আমি যন্ত্র মানব

আমি এই শহরের বুকে সবচেয়ে সুলভ

আমার হতাশায় লেখা থাকে জ্যান্ত মরণ

আমি সস্তায় বেচে দিই স্বপ্ন আমার

যেটা আজ এই সময়ের সবচেয়ে দামি

চাষ কর যত খুশি এক ফালি জমি

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

কথা কাজে মিল নাই দিল নাই

আমার গোজামিলে সব ঠিক ভুল নাই

লাল চুল নায়িকার দুল নাই (কানে)

লাল চুল নায়িকার দুল নাই কানে

থাকলে টাকা টাক মাথায় উঠে চুল

তাই মিথ্যা সত্যা হয় সঠিকটা ভুল

ফুলে ফুলে উড়ে মৌমাছি দুধের মাছি

এই হ য ব র লে আমিও আছি

থাকলে টাকা টাক মাথায় উঠে চুল

আমি তুমি বেঁচে আছি বাঁচবার প্রয়োজনে

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

মাথার ভেতর পেইন-প্যানিক

স্বপ্ন বেঁচে ছিড়ি বোতাম জামার

স্বপ্ন বেঁচে ছিড়ি বোতাম জামার।

হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধূ

হুট করে ভেগে গেছে প্রেমিকার সাথে বধু

কামে রাঙ্গা কামরাঙা, রঙে রাঙা রংধনু

কামে রাঙ্গা কামরাঙা, রঙে রাঙা রংধনু

তাই রং করে খান সব নক্কা গোলাম

তাই রং করে খান সব নক্কা গোলাম।

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

আমার সাধের স্বপ্ন

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় ভেঙে চুরে যায়

উড়ে দূরে যায়

যায় আলো নিভে যায়

বেলা ডুবে যায়

শুধু টাকার জন্য

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Rong tamashay bibhots cheharata – Roman/English

Rong tamashay bibhots cheharata

Jay dekha jay choritre kar

Puradesh charkhar dekho kalo karbari

Jaredhore tare mare eta jugo mohamari

Jay dekha jay choritre kar

 

Are jibon er dam jeno dui taka keji

Abar ovaber dine chole ek taka char

Tamashay mati ami byasto jibon

Amar hotashay lekha thake janto moron

Ami jibonto lash ami jontro manob

Ami ei shohorer buke shobchey sulov

 

Amar hotashay lekha thake janto moron

Ami sostay beche dei shopno amar

Jeta aj ei somoyer shobchey dami

Chash kor joto khushi ek fali jomi

Jay venge chure jay

Ure dure jay

Amar sader shopno

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

 

Jay venge chure jay

Ure dure jay

Jay venge chure jay

Ure dure jay

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

 

Kotha kaje mil nai dil nai

Amar gojamile shob thik bhul nai

Lal chul nayikar dul nai (kane)

Lal chul nayikar dul nai kane

Thakle taka tak mathay uthhe chul

Tai mithya satya hoy sothikta bhul

Phule phule ure moumachi dudher machi

Ei h j b r le amio achi

 

Thakle taka tak mathay uthhe chul

Ami tumi beche achi bachbar proyojone

Jay venge chure jay

Ure dure jay

Amar sader shopno

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

 

Jay venge chure jay

Ure dure jay

Jay venge chure jay

Ure dure jay

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

 

Jay alo nibe jay

Bela dube jay

 

Mathar vetore pain-panic

Shopno beche chhiri botam jamar

Shopno beche chhiri botam jamar

 

Hut kore veye geche premikar sathe bodhu

Hut kore veye geche premikar sathe bodhu

Kame ranga kamranga, range ranga rongdhonu

Kame ranga kamranga, range ranga rongdhonu

Tai rong kore khan shob nokka golam

Tai rong kore khan shob nokka golam

 

Jay venge chure jay

Ure dure jay

Amar sader shopno

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

 

Jay venge chure jay

Ure dure jay

Jay venge chure jay

Ure dure jay

Jay alo nibe jay

Bela dube jay

Shudhu takar jonno

Exit mobile version