শুভ্র দেব একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং কম্পোজার। তিনি ১৯৭৮ সাল থেকে গান করেন।
Table of Contents
শুভ্র দেব । বাংলাদেশী সঙ্গীতশিল্পী
প্রাথমিক জীবন
শুভ্র দেবের জন্ম বাংলাদেশের সিলেটে। ২৬ আগস্ট, ১৯৬৬ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনের “নতুন কুঁড়ি” অনুষ্ঠানে গানের প্রতিযোগীতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।নতুন কুড়ির মাধ্যমে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় তবলা বাজানোতে প্রথম হয়েছিলেন তিনি।
কর্মজীবন
অষ্টম শ্রেণিতে থাকাকালীন সিলেটের সমস্বর নামে একটা ব্যান্ডের ভোকালিষ্ট ছিল শুভ্রদেব।তিনি গত শতকের আশির দশকে তার কর্মজীবন শুরু করেন। তিনি আধুনিক রোমান্টিক গান গেয়ে থাকেন। তার প্রকাশিত প্রথম সঙ্গীত অ্যালবাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। অ্যালবামটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
এছাড়াও তিনি আরেকজন বাংলাদেশী গায়িকা শাকিলা জাফর ও ভারতীয় শিল্পী অলকা ইয়াগনিকের সাথে যৌথ গান গেয়েছেন। যে সমস্ত বাংলাদেশী শিল্পী এমটিভি’র তৈরী মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, তিনি তাদের প্রথম দিকের একজন। তার টেলিছবি স্ত্রীর পত্র ২০০৩ সালে সেরা টেলিছবি হিসেবে ইউরো-বিনোদন বিচিত্রা পুরস্কার লাভ করে।
ক্রিকেটে শুভ্র দেব
সর্বশেষ ২০১৬ সালে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শুভ্র দেব।
১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘উইলস ইন্টারন্যাশনাল কাপ’। সেই টুর্নামেন্টের থিম সং ‘ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ক্রিকেট’ করেন তিনি।‘ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ক্রিকেট’ গান দিয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে সখ্য হয় তার।

১৯৯৯ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সেবার তিনি গেয়েছিলেন ‘গুড লাক বাংলাদেশ’। আসাদুজ্জামান নূরের কথায় গানটির সুর করেছিলেন তিনি নিজেই।
২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ জানিয়ে বাংলাদেশ জেগে ওঠো গানটি করেন তিনি।এ ছাড়া গলফ, ফুটবল, ব্যাডমিন্টন, আর্চারি নিয়েও গান করেছেন তিনি।
অ্যালবাম
২০১৪ সালের জুন মাসের মধ্যে তিনি ২৭টি অ্যালবাম প্রকাশ করেন। তাদের কিছু ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’, “জুয়েল স্মরণি’, “যে বাঁশি ভেঙে গেছে”, ‘কোন এক সন্ধ্যায়’, ‘ছোঁয়া’, ‘শেষ চিঠি’, ‘সাদা কাগজ’, ‘আমার ভালোবাসা’, ‘বুকের জমিন’, ‘প্রিয়জন’, ‘বন্ধন’, ‘ভাবতেই পারিনা’, ‘মনে পড়ে’, চম্পাবতী’, ‘মনের ঠিকানা’, ‘ললিতা’, স্বপ্নলোকে তুমি’, ‘স্বার্থপর’, এবং ‘তুমি আর আমি’। তার সর্বশেষ অ্যালবাম ‘ককটেল’।
আরও দেখুনঃ