শোনো গো দখিনো হাওয়া [Shono go dokhino hawa]

“শোনো গো দখিনো হাওয়া” বাংলায় কিংবদন্তি বিখ্যাত পুরনো গান । গানটি লিখেছেন এবং গেয়েছেন  ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ । 

শোনো গো দখিনো হাওয়া [Shono go dokhino hawa]

গীতিকারঃ শচীন দেববর্মণ

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ শচীন দেববর্মণ

শোনো গো দখিনো হাওয়া [Shono go dokhino hawa]

শোন গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি
শোন গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
শোন গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি

মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা
জাগিল মধু লগনে বাড়ালো কি আশা
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা

জাগিল মধু লগনে বাড়ালো কি আশা

উতলা করেছে মোরে আমারি ভালবাসা
অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি

শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি

দহনো বেলাতে আমি প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা শরতের শশী
দহনো বেলাতে আমি প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা শরতের শশী

রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী
শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি

শচীন দেববর্মণঃ

শোনো গো দখিনো হাওয়া গানের কন্ঠশিল্পী এবং রচয়িতা শচীন দেববর্মণ ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী ।  প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শোনো গো দখিনো হাওয়া [Shono go dokhino hawa]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তার জন্ম কুমিল্লায়৷ তবে আদিবাস বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তিনি তার বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন । বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণ ছিলেন একজন সেতারবাদক এবং ধ্রূপদী সঙ্গীতশিল্পী। তিনিই ছিলেন শচীন দেববর্মণের প্রথম শিক্ষক। ১৯২৫ খ্রিস্টাব্দে হতে ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের কাছে সঙ্গীতচর্চা করেন। এরপর তার সঙ্গীত শিক্ষা চলে উস্তাদ বাদল খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ধ্রূপদী সঙ্গীতের এই শিক্ষা তার মধ্যে সঙ্গীতের মৌলিক জ্ঞান সঞ্চারে গভীর ভূমিকা পালন করে। এই শিক্ষা তার পরবর্তী জীবনের সুর-সাধনায় প্রভাব বিস্তার করেছিল।

এই কিংবদন্তী শিল্পী অক্টোবর ৩১, ১৯৭৫ সালে ৬৯বয়সে মৃত্যুবরণ করেন ।  

 

 

Leave a Comment