Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

শ্যাম কালিয়া লিরিক্স [ Shyam Kalia Lyrics ] । বাপ্পা মজুমদার । Bappa Mazumder

শ্যাম কালিয়া লিরিক্স [ Shyam Kalia Lyrics ]

বাপ্পা মজুমদার । Bappa Mazumder

 

 

শুভাশিস মজুমদার বাপ্পা (যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট।

তার ব্যান্ড, দলছুট। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর সাথে একটি গানের এলবাম রেকর্ড এবং পরিবেশন করেছেন, যা বাংলাদেশের পূর্বের সকল রেকর্ড ভেঙেছে।

তিনি চ্যানেল ওয়ানে টেলিভিশন অনুষ্ঠান দ্য ওয়ান, অ্যা মিউজিকাল টক শো-এর উপস্থাপনা করেছেন। পরবর্তীকালে ২০১০ সালে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

তার একক এলবাম, সূর্যস্নানে চল ২০০৮ সালে বের হয়। সপ্তম একক এলবাম, দিন বাড়ি যায়, প্রকাশিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে। এক মুঠো গান ২, বের হয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে।

 

 

শ্যাম কালিয়া লিরিক্স [ Shyam Kalia Lyrics ] । বাপ্পা মজুমদার । Bappa Mazumder

 

শ্যাম কালিয়া লিরিক্স

শ্যামকালিয়া সোনা বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,
শ্যামকালিয়া সোনা বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,হাই
নিরলে তোমারে পাইলাম না,
ওরে,
আমার মনে যত দুঃখ
আমি কইতে পারলাম না বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,
নিরলে তোমারে পাইলাম না।
ফুলের আসন ফুলের বসন রে,বন্ধু
ফুলেরই বিছানা,
ফুলের আসন ফুলের বসন রে,বন্ধু
ফুলেরই বিছানা,
ওরে হৃদকমলে চুয়াচন্দন
আমি ছিটাইয়া দিলাম না বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,
নিরলে তোমাই পাইলাম না।
ভাইবে রাধা রমণ বলেরে,বন্ধু
মনেতে ভাবিয়া,
ভাইবে রাধা রমণ বলেরে,বন্ধু
মনেতে ভাবিয়া,
আমার নিভা ছিলো মনের আগুন
ওরে কে দিলা জ্বালাইয়া বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,
নিরলে তোমাই পাইলাম না।
শ্যামকালিয়া সোনা বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,
শ্যামকালিয়া সোনা বন্ধুরে,বন্ধু
নিরলে তোমারে পাইলাম না,হাই
নিরলে তোমারে পাইলাম না।

Shyam Kalia Lyrics

shyam kalia sona bondhure bondhu
nirole tomare pailam na
ore amar mone joto dukkho
ami koite parlam na bondhure bondhu
nirole tomare pailam na.
fuler ashon fuler bashon re bondhu
fuleri bichana
ore hridkomole chuachondon
ami chitaya dilam na re bondhure bondhu
nirole tomare pailam na.

আরও দেখুনঃ
আল্লাহ তুমি লিরিক্স [ ALLAH Tumi Lyrics ] । শাহাবুদ্দিন শিহাব । Shahabuddin Shihab
Exit mobile version