সবই বুঝি লিরিক্স । Sobi bujhi lyrics | Rehaan rasul

সবই বুঝি  লিরিক্স,

গানটি গেয়েছেন রেহান রসূল।

সবই বুঝি লিরিক্স । Sobi bujhi lyrics | Rehaan rasul

 

সবই বুঝি তবু অবুঝের মতো লিরিক্স । sobi bujhi tobu obujer moto lyrics | rehaan rasul

সবই বুঝি তবু অবুঝের মতো লিরিক্স

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

sobi bujhi tobu obujer moto lyrics in english

Sob e bujhi

Tobu obujher Moto

Tomay khuji

Niye haranor khotto,

Ajo Vabi

Keno bedonar Moto

Hridoye aki,

Nil projapoti shoto,

Ferate parini Ami,

Parini Tomar Ami

Parini Tomar hote

Tumito giyecho chole

Drutoloye alor pothe,

Sob e bujhi

Tobu obujher Moto

Tomay khuji

Niye haranor khotto,

Ajo Vabi

Keno bedonar Moto

Hridoye aki,

Nil projapoti shoto,

Sei je valobeshe

Hridoyer pal tule

Premer boitha niye

Ojanay giyecho chole,…

Sob e bujhi

Tobu obujher Moto

Tomay khuji

Niye haranor khotto,

Ajo Vabi

Keno bedonar Moto

Hridoye aki,

Nil projapoti shoto,

Ei je alo thele adhare diyecho thele

Ki je eka eka lage

Chokh vije Nona jole..

Sob e bujhi

Tobu obujher Moto

Tomay khuji

Niye haranor khotto,

Ajo Vabi

Keno bedonar Moto

Hridoye aki,

Nil projapoti shoto,

 

সবই বুঝি তবু অবুঝের মতো লিরিক্স । sobi bujhi tobu obujer moto lyrics | rehaan rasul

 

রেহান রসূল:

প্রথম গান ‘বাজে স্বভাব’ দিয়ে বাজিমাত করেন তরুণ গায়ক রেহান রসুল। মাত্র চার বছরে গানটি প্রায় চার কোটি ভিউ অতিক্রম করেছে। আর চলচ্চিত্রে প্রথম গান ‘রূপকথার জগতে’ গেয়ে আরও প্রশংসিত হন। চরকি প্রযোজিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের এই গান তাঁর সংগীতজীবনে অন্য মাত্রা এনে দিয়েছে। এখন নাটক আর চলচ্চিত্রের গানেও নিয়মিত হচ্ছেন

রেহান বললেন, ‘ভালো কথা ও ভালো সুরের কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। মাঝে কিছুটা সময় গান নিয়ে অতটা সিরিয়াসলি ভাবিনি।

কিছুদিন ধরে আবার সিরিয়াসলি ভাবছি। নিয়মিত কাজ করতে চাই। দেশের গুণী সব সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করে শিখতেও চাই। এ ঈদে যে তিনটি গান প্রকাশিত হতে যাচ্ছে, শ্রোতাদের ভালো লাগবেই। চমৎকার সব কথা ও দারুণ সুরের এসব গান গাইতে পারাটাও আমার জন্য ভীষণ ভালো লাগার।’

 

সবই বুঝি তবু অবুঝের মতো লিরিক্স । sobi bujhi tobu obujer moto lyrics | rehaan rasul

আরও দেখুনঃ

Leave a Comment