সবার জীবনে প্রেম লিরিক্স [ Sobar Jibone Prem Lyrics ]
এন্ড্রুকিশোর ও রিজিয়া পারভিন । Andrew Kishore & Rizia Parveen
কথা ও সুরঃ মনিরুজ্জামান মনির
এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ( ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।
সবার জীবনে প্রেম লিরিক্স [ Sobar Jibone Prem Lyrics ] । এন্ড্রুকিশোর ও রিজিয়া পারভিন । Andrew Kishore & Rizia Parveen
সবার জীবনে প্রেম লিরিক্স
সবার জীবনে প্রেম
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভুলা কভু তারে,
সবার জীবনে প্রেম
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভুলা কভু তারে।
এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হল
এই পথে যেতে যেতে দেখা হল
এ দুটি হৃদয় আরো কাছে এলো,
এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হল
এই পথে যেতে যেতে দেখা হল
এ দুটি হৃদয় আরো কাছে এলো।
প্রেমের স্মৃতি যেন পথের কাটা
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভুলা কভু তারে।
প্রেম হলে বাড়ে আরো প্রেমের নেশা
প্রেমেই বুঝে শুধু প্রেমের ভাষা
প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভীরে বাধে বাসা,
প্রেম হলে বাড়ে আরো প্রেমের নেশা
প্রেমেই বুঝে শুধু প্রেমের ভাষা
প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আকি
যায়না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায়না ভুলা কভু তারে।
রিজিয়া পারভীন (জন্ম: আগস্ট ২০, ১৯৬৬) একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচিত্রে অসংখ্য গান গেয়েছেন, এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন।
তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যা বোলো না’, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে’, ‘সবার জীবনে প্রেম আসে’ এবং ‘ও হিরো ও হিরো আই লাভ ইউ’ ইত্যাদি।
পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন।রিজিয়া পারভিনের বাজারে ২৪টি একক সংগীত অ্যালবাম রয়েছে।
তার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম একক অ্যালবাম “মুক্তি” মুক্তি পায়।পারভিন প্রথমে আজহারুল ইসলাম খান এর চলচ্চিত্র ‘তালাক’-এ প্লে ব্যাকের জন্য তার কণ্ঠ দিয়েছেন।
আরও দেখুনঃ