সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah

সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ]
লালন শাহ । lalon shah

সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালনলালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।
তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে ।
সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah

সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah

সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে দিনের সাধন
কেন করলে না…
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে,
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনায়…
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়,
অমাবস্যাও পূর্নিমা হয়
মহাজন সে দিনের উদয়।
লালন বলে তাহার সময়
দনডোমো রহে না…
সময় গেলে সাধন হবে না,
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না লিরিক্স [ somoy gele sadhon hobe na lyrics ] । লালন শাহ । lalon shah
সময় গেলে……
সময় গেলে…
সময় গেলে সাধন হবে না।
সময় গেলে সাধন হবে না…

আরও দেখুনঃ

Leave a Comment