সাইদ হাসান টিপু বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী। অবসকিওর (বাংলা ব্যান্ড) এর প্রধান ভোকাল তিনি।
সাইদ হাসান টিপু । বাংলাদেশী ব্যান্ড শিল্পী
প্রাথমিক জীবন
সাইদ হাসান টিপু ১৯৬৭ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন।টিপু’র ছেলেবেলাটা আর দশজনের মতোই কেটেছে। লেখাপড়ায় ভালোই ছিলেন তিনি। গান করতেন নিজের মনে। বাংলা গান খুব বেশি গাওয়া হতো না, গলা খুলে ইংরেজি গানই বেশি করতেন। স্কুল কলেজে গানের জন্য বিখ্যাতই ছিলেন টিপু। বন্ধুরা টিপুকে পেলেই জেঁকে ধরতো আর তিনিও একটার পর একটা গান গেয়েই চলতেন।
সঙ্গীত জীবন
১৯৮৪ সালে একদিন মানাম আহমেদ টিপুকে প্রস্তাব দেন ব্যান্ডে যোগ দিতে। ব্যান্ড সংগীতের স্বর্ণযুগে নিজেকে যুক্ত করতে দ্বিধা করলেন না টিপু। তিনি যোগ দিলেন চাইমে। টিএসসিতে তার অডিশন হয়। সেই সময় টুলু ভাই ছিলেন চাইমে। তিনি টিপুকে সিলেক্ট করেন এবং তখন টিপু চাইমে ইংরেজি গান গাইতে শুরু করেন।
তিনি ১৯৮৫ সালের ১৫ মার্চ অবসকিওর ব্যান্ড প্রতিষ্ঠা করেন। খুলনা থেকেই ১৯৮৫ সালের সালের ১৫ মার্চ বাংলার ব্যান্ডাকাশে জন্ম নিলো এক নতুন তারা যার নাম ‘অবসকিওর’। বিগত ৩৫ বছর তিনি অবসকিওরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।অবসকিওরের প্রথম অ্যালবামের নাম ‘অবসকিউর ভলিউম-১’।
১৯৮৬ সালে সারগাম স্টুডিও থেকে বেরিয়েছিলো অ্যালবামটি। এই ব্যান্ডের অনেক গানের মাঝে ‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’, ‘সেই তুমি কোথায়’, ‘স্বাধীনতার বীজমন্ত্র’, ‘আজাদ’, ‘দেশ ছাড় রাজাকার’, ‘তিস্তা’, ‘ফিলিস্তিনি’, ‘কলিকালের ভণ্ড বাবা’ এবং ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’ দর্শকপ্রিয়তা পেয়েছে।
অ্যালবাম
অবসকিউর ব্যান্ডের মোট ১২টি অ্যালবাম। একক অ্যালবামের সংখ্যা ৩টি।
এসব অ্যালবামের শ্রোতাপ্রিয় গানগুলো হলো- মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়, নিঝুম রাতের আঁধারে, ছাইড়া গেলাম মাটির পৃথিবী, কলিকালের ভণ্ড বাবা, বিধি তোমার কেমন খেলা, মমতায় চেয়ে থাকা, যার মাঝে পাই, তুমি ছিলে কাল রাতে, খোদা তোমায় ডাকবো যখন, আধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশ, দৃষ্টিরই সীমানায়, স্বপ্নচারিণী, স্বাধীনতার বীজমন্ত্র, আজাদ, দেশ ছাড় রাজাকার, তিস্তা ইত্যাদি।
ব্যান্ডের বাইরে টিপুর একক কণ্ঠের কয়েকটি গান হলো- একাকী একজন, আমার আমি ছাড়া, আমার মন ইত্যাদি।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ তার স্ত্রী।
পুরস্কার
২০১৫ সালে ‘আরটিভি ভিউয়ার’স চয়েজ’ পুরস্কার পায় অবসকিওর। এছাড়া, ২০১৬ এবং ২০১৭ সালে টানা দুইবার ’চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ লাভ করে ব্যান্ডটি।
আরও দেখুনঃ