Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

সাইম রানা । বাংলাদেশী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অধ্যাপক

সাইম রানা হলেন একজন বাংলাদেশী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অধ্যাপক। বাংলাদেশের গণসংগীত গ্রন্থের জন্য ২০১১ সালে প্রথম আলো বর্ষ সেরা বই পুরস্কার লাভ করেন, এবং নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য ২০১৪ সালে তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক।

 

 

সাইম রানা । বাংলাদেশী গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও অধ্যাপক

প্রারম্ভিক জীবন

সাইম রানা ১৯৭৫ সালের ১ মার্চ কুষ্টিয়া শহরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুস সোবহান ও মাতার নাম আমিনা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ১৯৯৬ সালের জুনে স্নাতক ও ১৯৯৭ সালের জানুয়ারিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৯ সালের জানুয়ারিতে একই বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও সংগীত বিভাগ থেকে বাংলাদেশের গণসংগীত বিষয় ও সুরবৈচিত্র্য বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।উচ্চতর অধ্যয়ন করেন ২০০৫ সালে জাপানে এবং ২০১৫ সালে দক্ষিণ কোরিয়া ট্র্যাডিশনাল মিউজিকে।

 

 

কর্মজীবন

২০১০ সালে খণ্ডকালীন শিক্ষক হিসেবে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এ্যণ্ড টেলিভিশন মিডিয়া বিভাগে যোগদান করেন।

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন এবং ২০১৫ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সাল থেকে একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। তিনি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্রেডিশনাল মিউজিক-এর একজন সদস্য।

প্রথম কাব্যগ্রন্থ কামারশালার ধ্বনি [২০০৪], গবেষণাগ্রন্থ বাংলাদেশের গণসঙ্গীত: বিষয় ও সুরবৈচিত্র্য [২০০৯], রবীন্দ্রনাথ: সঙ্গীত ভাবনা [২০১১], A Historical Perception of Traditional Musical Instruments for Younger Generation [২০১৫], চলচ্চিত্রসঙ্গীত ও শব্দযোগের ভাষা [২০১৭], সঙ্গীতের প্রয়োগ ও সীমা [২০১৮]। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

পুরষ্কার

প্রথম আলো বর্ষসেরা বই পুরষ্কার [২০১১], দক্ষিণ কোরিয়ায় আরিরাং সিঙ্গিং কনটেস্ট-এ সিলভার এওয়ার্ড [২০১৫], মিউজিক ডিরেক্টর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার [২০১৬], এবং ২০২০ সালে স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম এওয়ার্ড অর্জন করেন।

আরও দেখুনঃ

Exit mobile version