সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা

সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা

সাগর কুলের নাইয়া [Sagor kuler naiya]
রুনা লায়লা

সাগর কুলের নাইয়া গানটি বাংলা চলচিত্র রুপবাণ এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলাদেশ এর বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা । রুনা লায়লা একজন বাংলাদেশী গায়িকা যার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে সুনাম আছে।

সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা 

সাগর কুলের নাইয়া লিরিক্স :

সাগর কুলের নাইয়া রে
অপর বেলায়
সাগর কুলের নাইয়া রে
অপর বেলায়
ও মাঝি, কোথায় চলছো বাইয়া রে?
অপর বেলায়
১২ বছর রইলাম আমি পাড় ঘাটায় বসিয়া
১২ বছর রইলাম আমি পাড় ঘাটায় বসিয়া
বেলা গেল, সন্ধ্যা হইলো
মাঝি তোমার আশায় চাইয়া রে
তুমি কারে যাও হাসাইয়া মাঝি রে
মাঝি আমায় যাও কান্দাইয়া রে
অপর বেলায়
কারে ডেকে বলছো মাঝি, “আমার নায়ে আয়”
কারে ডেকে বলছো মাঝি, “আমার নায়ে আয়”
আমায় দেখে বলছো মাঝি
“আমার নায়ে তো জায়গা নাই ওরে”
তুমি রঙ-বেরঙের বৈঠা ফেলাও রে
মাঝি কার বা পানে চাইয়া রে
অপর বেলায়
ও মাঝি কোথায় চলছো বাইয়া রে?
সাগর কুলের নাইয়া রে
অপর বেলায়

রুনা লায়লাঃ

সাগর কুলের নাইয়া
রুনা লায়লা
YaifwwriN4BzRFCyqbslL4 সাগর কুলের নাইয়া (1991) [Sagor kuler naiya] | রুনা লায়লা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment