সাদিয়া আফরিন মল্লিক । বাংলাদেশী কণ্ঠশিল্পী এবং সাংবাদিক

সাদিয়া আফরিন মল্লিক হচ্ছেন একজন বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সাংবাদিক। তিনি নজরুলগীতির একজন অনুরাগী। তিনি দ্য ডেইলি স্টারের শিল্প এবং বিনোদন অণুচ্ছেদের সম্পাদক।

 

 

সাদিয়া আফরিন মল্লিক । বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সাংবাদিক

 

পটভূমি ও কর্মজীবন

সাদিয়া আফরিন মল্লিক, সৈয়দ মকসুদ আলী এবং নুরুননাহার ফয়জননেসার কন্যা, তার পিতামাতা উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। নুরুননাহার ফয়জননেসা তৎকালীন রেডিও পাকিস্তান এবং পরবর্তী কালে বাংলাদেশ বেতারে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও নাটকে অভিনয় করতেন। ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশন চালু হওয়ার সময়ে তিনি শিশু শিল্পী হিসেবে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে গান গাইতেন।

মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম নজরুল সঙ্গীত রেকর্ড করেন। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড বের হয় ১৯৯১ সালে বিখ্যাত এইচএমভি থেকে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের পরিচালনায়।

 

 

তিনি ৭ বছর সঙ্গীতে শিক্ষালাভ শেষ করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন । প্রায় ৫ দশক সঙ্গীত জীবনে তিনি ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য ও কানাডাতে অসংখ্য সোলো কনসার্ট করেছেন। এছাড়া দেশের বিভিন্ন চ্যানেল ছাড়াও বিবিসি চ্যানেল, ভয়েস অব আমেরিকা এবং দূরদর্শনে নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন।

ব্লক প্রিন্টিং ব্যবসায় তিনি প্রথম দিককার একজন নারী উদ্যোক্তা।সাদিয়া আফরীনের সহশিল্পী ফিরোজা বেগম ১৯৯০ সালে তিনি মাসব্যাপী সঙ্গীত আয়োজনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যান। ১৯৯২ সালে, ভারতের এইচএমভি’র জন্য ফিরোজা বেগম, আফরীনের নজরুল সংগীতের এ্যালবামও পরিচালনা করতেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 সাদিয়া আফরিন মল্লিক । বাংলাদেশী কণ্ঠশিল্পী এবং সাংবাদিক
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম নজরুল পুরস্কার প্রচলনের প্রথম দিকেই পেয়েছিলেন এবং তিনি সাদিয়াকে নিয়ে আমেরিকার বিশ্ববিখ্যাত হাভার্ড, এমআইটি, ইউপেন ক্যাম্পাসে প্রায় ৪ মাসব্যাপী নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন ৯০ দশকের প্রথম দিকে।

 

পুরস্কার

সাদিয়া আফরিন ছায়ানটের স্বর্ণপদক লাভ করেন ১৯৭৪ সালে।সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে প্রেসিডেন্ট পদক পান ১৯৬৯ সালে । পরবর্তীতে আনন্দধারা স্বর্ণপদক, প্রেসিডেন্ট আবু সাঈদ পুরস্কার এবং সম্প্রতি কথা ললিতকলা একাডেমি কর্তৃক গুণিজন সম্মামনা, ‘বর্তমান সংলাপ’ গুণিজন সম্বর্ধনাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।

Leave a Comment