সাদী মোহাম্মদ হলেন একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক।
Table of Contents
সাদী মোহাম্মদ । বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার
শিক্ষা জীবন
সাদী মোহাম্মদ মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে শহীদ পিতার সন্তান। বাবার নাম শহীদ সলিমুল্লাহ।বাবা-মায়ের ইচ্ছা অনুযায়ী, ১৯৭৩ সালে বুয়েটে ভর্তি হয়েছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা শুরু করেন। কিন্তু সেখানে তিনি মন বসাতে পারেননি। বরং গানটাই তাকে টানত। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াকালীন ১৯৭৫ সালে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে যান সংগীতে পড়াশুনা করতে। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ফিরে আসেন।
সঙ্গীত জীবন
২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মধ্য দিয়ে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে তার সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়।রবীন্দ্র ও আধুনিকসহ তার মোট ৬৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কয়েকবছর আগে ‘সেদিন আকাশে মেঘ ছিল’ শিরোনামে একটি গান গেয়েছিলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সা-দী মোহাম্মদ। গানটি লিখেছেন অধ্যাপক ড. আবু সাঈদ ও সুর করেছেন সা-দী মোহাম্মদ নিজেই।
পুরস্কার
২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। এছারাও নবম প্রবাস প্রজন্ম জাপান সম্মাননা-২০১৮ পেয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সা-দী মোহাম্মদ। ৬ মে টোকিওতে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।বাংলাদেশের সঙ্গীত ভুবনে তিন যুগেরও বেশি সময় ধরে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।
ব্যক্তিগত জীবন
১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমুল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।
