সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী (1981) [ Sadher lau banailo more boiragi ]

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী (1981) [ Sadher lau banailo more boiragi ]

বিদিত লাল দাস (সাধারণত পোটল বাবু নামে পরিচিত.

১৫ জুন ১৯৩৮ – ৮ অক্টোবর ২০১২) একজন বাংলাদেশী লোকগায়ক এবং সুরকার ছিলেন। তিনি “সাধের-লাউ বানাইলো মোরে বৈরাগী” “কারে দেখাবোমনের দুঃখ গো আমি বুক চিরিয়া” “সিলেট প্রথম আজান ধোনি বাবাই দিয়াছে” প্রাণ কান্দে মোরেমন কান্দে রেএবং  “মরিলে কান্দে আমার দাই” সহ উল্লেখযোগ্য বাংলা লোকগান রচনা করেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন।

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী [ Sadher lau banailo more boiragi ]

গীতিকার : পণ্ডিত রামকানাই দাশ

সুরকার : বিদিত লাল দাস

প্রথম রেকর্ডের কণ্ঠশিল্পী : রুনা লায়লা

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী,

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউ এর আগা খাইলাম
ডগা গো খাইলাম
আগা খাইলাম
ডগা গো খাইলাম
লাউ দিয়া বানাইলাম ডুগডুগি
আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি
সাধের-লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের-লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউয়ের এতো মধু জানে গো জাদু
এতো মধু গো
লাউয়ের এতো মধু জানে গো জাদু
লাউ ধরলাম সঙ্গের সঙ্গী
হায় রে লাউ ধরলাম সঙ্গের সঙ্গী
সাধের-লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের-লাউ বানাইলো মোরে বৈরাগী
আমি গয়া গেলাম
কাশী গো গেলাম
গয়া গেলাম গো
আমি গয়া গেলাম
কাশী গো গেলাম
সঙ্গে নাই মোর বৈষ্ণবী
হায় রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউ এর আগা খাইলাম
ডগা গো খাইলাম
আগা খাইলাম ডগা গো খাইলাম
লাউ দিয়া বানাইলাম ডুগডুগি
আমি লাউ দিয়া বানাইলাম ডুগডুগি
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
হো সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

হো সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।

Sadher lau banailo more boiragi :

Shadher laau banailo more boiragi
Shadher laau banailo more boiragi
Laauer aaga khailam doga go khailam
Aaga khailam doga go khailam
Laau di banailam dugdugi
Ami laau di banailam dugdugi
Shadher laau banailo more boiragi
Shadher laau banailo more boiragi

Laauer eto modhur jane go jadu
Eto modhu go…
Laauer eto modhu jane go jadu
Laau dhorlam shongir shongi
Hai re! Laau dhorlam shongir shongi
Shadher laau banailo more boiragi
Shadher laau banailo more boiragi

 

 

 

রুনা লায়লাঃ

খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী রুনা লায়লার (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) । তিনি বাংলাদেশে চলচ্চিত্র ,পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। তার প্রথম বাংলা গান ছিল ও “জীবন সাথী” (১৯৭৬) জীবন সাথী চলচ্চিত্রে। মুম্বাইয়ে তিনি প্রথমবারের মত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এসময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

পণ্ডিত রামকানাই দাশঃ

পণ্ডিত রামকানাই দাশ বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক। তিনি ১৯৩৫

সালে সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত শিল্পী হিসেবে গান পরিবেশন করে থাকতেন। তিনি ২০১৪ সালে একুশে পদক গ্রহন করেন।

সেই একই বছরের ২০১৪ সালের ২৬শে আগস্ট সিলেটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে গেলে ৩০ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ১১টায় নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান তিনি।

বিদিত লালঃ

 

বিদিত লাল ১৯৩৮ সালের ১৫ জুন সিলেটের শেখঘাটে সম্ভ্রান্ত জমিদার লাল পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা বঙ্ক বিহারী দাস ছিলেন স্থানীয় জমিদার।  তার পরিবার ভারতীয় কংগ্রেস পার্টির সাথে যুক্ত ছিল। বিদিতের পিতা বিনোদ লাল দাস ছিলেন আসাম সংসদের একজন সংসদ সদস্য এবং মাতা প্রভা রানী দাস। বিদিত লাল মুত্রথলী ও ফুসফুসের রোগে আক্রান্ত হন। ২০১২ সালের ৭ সেপ্টেম্বর অবস্থায় তাকে সিলেটের এলাইড ক্রিটিক্যাল কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল।অবস্থার অবনতি ঘটলে ২১ সেপ্টেম্বর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০১২ সালের ৮ অক্টোবর তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

YaifwwriN4BzRFCyqbslL4 সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী (1981) [ Sadher lau banailo more boiragi ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment