Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

সালমা আক্তার । বাংলাদেশী সঙ্গীত শিল্পী

সালমা আক্তার । বাংলাদেশী সঙ্গীত শিল্পী

সালমা আক্তার  হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন। সালমা আক্তার প্রতিযোগীদের ম্যধে ছিল সবচেয়ে কনিষ্ঠ।

 

 

সালমা আক্তার । বাংলাদেশী সঙ্গীত শিল্পী

প্রাথমিক জীবন

কুষ্টিয়ার ১৯৯১ সালের ১ জানুয়ারী দৌলতপুরের তারাগুনিয়া গ্ৰামে জন্মগ্ৰহণ করেন। সে ছিল একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। সে কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামে বেড়ে উঠে। সাধারণভাবে সে ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল।

ছোটবেলায় গাছে উঠে গান গাইতেন তিনি।মাত্র ১৩ বছর বয়সেই টেলিভিশনে একটি ট্যালেন্ট হান্ট শোতে অংশ নেন। তখন প্রতিযোগীদের মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। ২০০৬ সালের সে প্রতিযোগিতায় বিচারক ও দর্শকদের এসএমএসে প্রথম হন সালমা। এর পর পাল্টে যায় তাঁর জীবন।

 

 

ব্যক্তিগত জীবন

২০১৮ সালের ৩১ ডিসেম্বর গায়িকা সালমা তার দ্বিতীয় বিয়ে করেন ।তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর জজ কোর্টের আইনজীবী। পাশাপাশি তিনি লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি পড়ছিলেন।

এর আগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে  সালমার বিয়ে হয়েছিল ২০১১ সালে। পরের বছরই তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। তবে সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়।

 

 

সঙ্গীত জীবন

এখন পর্যন্ত ৭টি একক অ্যালবাম সহ মোট ১১টি অ্যালবাম প্রকাশ হয়েছে তাঁর।‘মন মাঝি’ গানটি তার ১১তম একক অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। এছাড়াও সালমা মাটির ঠিকানা (২০১১) নামে একটি চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ক্লোজআপ১ প্রতিযোগিতার একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন “সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কন্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর”।

আরও দেখুনঃ

Exit mobile version