সাহানা বাজপেয়ী একজন ভারতীয়-বাংলাদেশী সংগীতশিল্পী এবং রবীন্দ্রসংগীতের সমকালীন প্রকাশক।
Table of Contents
সাহানা বাজপেয়ী । ভারতীয় বাঙালি সংগীতশিল্পী
প্রাথমিক জীবন
১৯৭৮ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া ভারতীয় বাঙালী সাহানা বাজপেয়ী বেড়ে ওঠেন শান্তিনিকেতনের সংগীতময় পরিবেশে। তার বাবা-মা দুজনই পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন।
সাহানা বাজপেয়ীর সংগীতের হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর হাত ধরেই। মাত্র তিন বছর বয়সেই সাহানা কন্ঠে তুলে নেন তার প্রথম রবীন্দ্র সঙ্গীত “সকাতরে ঐ কাঁদিছে সকলে” গানটি। তিনি ১৯৮২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর শান্তিনিকেতনে বেড়ে ওঠেন।
পরবর্তী সময়ে তিনি বিজয় সিনহা, স্বস্তিকা মুখোপাধ্যায়, দিলীপ কর্মকার, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মুনশী এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের তালিম নেন। ছোটবেলা থেকে গিটার বাজিয়ে, পিয়ানো বাজিয়ে আর এসরাজের সঙ্গে গান করেন সাহানা।
সংগীত জীবন
শান্তি নিকেতনের সেকেন্ডারি লেভেলে পড়ার সময় “পাঠ ভবনে” তাদের পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। গিটারের সাথে বাউল গানের মিশ্রনে নতুন কিছু করার উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অর্ণবকে প্রধান করে বন্ধুরা মিলে গড়ে তোলেন গানের দল “বাংলা”। সুফী আর বাউল গানের মিশ্রনে নতুন ধাঁচে গান করেন তারা। এ দলের হয়ে কলকাতা, দিল্লীসহ বিভিন্ন স্থানে গান করেছেন তিনি।
বেঙ্গল মিউজিক কোম্পানি থেকে রবীন্দ্র সঙ্গীতের ওপর ভিত্তি করে “নতুন করে পাবো বলে” শীর্ষক সাহানার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭ সালে। ২০১৫ সালে “যা বলো তাই বলো” শীর্ষক রবীন্দ্র সঙ্গীতের দ্বিতীয় অ্যালবাম বের হয় তার। লোকসঙ্গীতের প্রতি বরাবরই টান ছিল সাহানার। তাই লোকগীতি নিয়েই তার তৃতীয় অ্যালবাম “হাওয়া বদল” প্রকাশিত হয়।

ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে বাজপেয়ী বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তারা একসাথে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিক রিচার্ড হেররেটের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এবং বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। তার এক মেয়ে আছে।
প্লেব্যাক
২০১৪ – তোমায় গান শোনাব – আন্ডারকনস্ট্রাকশন
২০১৪ – পৌষ তোদের – আন্ডারকনস্ট্রাকশন
২০১৫ – যা বলো তাই বলো
সম্মাননা
রবীন্দ্রসংগীত ও লোকগান পরিবেশনায় অসামান্য অবদানের জন্য সাহানা বাজপেয়ীকে বাংলার প্রাইড পুরস্কারে সম্মানিত করা হলো। যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন হাউস অব কমন্সে গতকাল গুণী এই শিল্পীকে সম্মাননা দেওয়া হয়।
