সুখের আশা দিয়া বন্ধু [ Shukher Asha Diya Bondhu ]

সুখের আশা দিয়া বন্ধু
সংগীতশিল্পী আশিক

“সুখের আশা দিয়া বন্ধু”  গানটি লিখেছেন এবং গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী এছাক সরকার । পরবর্তীতে গানটি গান বাংলাদেশ এর আরেক সংগীতশিল্পী আশিক ।

সুখের আশা দিয়া বন্ধু [ Shukher Asha Diya Bondhu ]

গীতিকারঃ এছাক সরকার

সুরকারঃ এছাক সরকার

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ আশিক

সুখের আশা দিয়া বন্ধু [ Shukher Asha Diya Bondhu ]

সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে,,

যে আমারে ব্যথা দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে ।।

যেদিন আমার ভাগ্যের লিখন বিধি লিখেছে
সেদিন বুঝি সুখ ছিলোনা বিধির কাছে,,
সুখ থাকিতে এত দুঃখ কেনো দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে ।।

হই নাই আমি মনের মত বন্ধুয়ার কাছে
মনের মত হইলে বন্ধু রাখতো পাশে,,
আমি ছাড়া আরো বন্ধু কে জানি আছে
তারে দোষীনা আমার কপালে আছে ।।

এছাক সরকার বলছেরে দুঃখ মনিরের কাছে
আমি মরলে রাইখোরে তোমার চরণ পাশে,,
এছাক সরকার হবে ধন্য সকলের কাছে
তারে দোষীনা আমার কপালে আছে ।

যে আমারে ব্যথা দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে ।।

এছাক সরকার

সুখের আশা দিয়া বন্ধু
এছাক সরকার

বাউল শিল্পী এছাক সরকার তার লেখা এবং গাওয়া বিচ্ছেদ এবং বাউল গানের জন্য বেশ জনপ্রিয়। সুখের আশা দিয়া বন্ধু গানটিও তারই লেখা । বাউল গীতিকার এবং গায়কদের মধ্যে তিনি অন্যতম ।

আশিকঃ

ashik e1645683413545 সুখের আশা দিয়া বন্ধু [ Shukher Asha Diya Bondhu ]
আশিক

সুখের আশা দিয়া বন্ধু গানের গায়ক আশিক বাংলাদেশের একজন গায়ক । তিনি মূলত বাউল গান গেয়ে থাকেন । তিনি বাউল শাহ আবদুল করিমের অনেক অড় ভক্ত । ২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যমে জায়গা করে নেন আশিক। জনপ্রিয়তা দেশ থেকে তাঁকে টেনে নিয়ে গেছে বিদেশেও। বহুবার বিদেশে গেছেন গান করতে।

আরও দেখুনঃ 

Leave a Comment