![সুরমা নদীর তীরে আমার [ Shurma Nodir Tire Amar ] 1 লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত।](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Vandari_Abdul_Jabbar_folk_singer_singing_with_musical_instrument_Ektara_Bangladesh-e1645861118734.jpg)
“সুরমা নদীর তীরে আমার” গানটি একটি লোকগান । লোকগান বা লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত।
সুরমা নদীর তীরে আমার [ Shurma Nodir Tire Amar ]
গানের জনরাঃ লোকগান
সুরমা নদীর তীরে আমার [ Shurma Nodir Tire Amar ]
আমার এক কিনারে সাজলা
আরেক কিনারে নিমাই চাঁদ
নদীর নামটি সুরমা আমার
সিলেট জেলা নাম ।
আমার জনম সিলোট ,মরণ সিলোট
সিলোট গলার মালা রে…
বাবা শাহ্জলাল এর দেশ সিলোট ভূমিরে।।
বাব শাহ্ পরাণের দেশ সিলোট ভূমিরে।।
সুরমা নদীর তীরে আমার ঠিকানারে ।।
বাবা শাহ্জলাল এর দেশ সিলোট ভূমিরে।
বাব শাহ্ পরাণের দেশ সিলোট ভূমিরে।
আইসি সিলোট জাইমু সিলোট, সিলোট থাক্মু সুইয়া
যে মাটির ঘুমাইয়া আছুন
তিনশ ষাইট আউলিয়া ।।
সিলোট আমার সিলোট তোমার ।।
সিলোট গলার মালারে
বাবা শাহ্জলাল এর দেশ সিলোট ভূমিরে।।
বাবা শাহ্ পরাণের দেশ সিলোট ভূমিরে।।
হাম দেয়া দেই মাটিতে ঘুমাই হাসন রাজা
যার কান্দনে আইজ কান্দে রাইতের চন্দ্র তারা।।
কান্দে আরকুল শিতালংশায়, কান্দে রাধার ও মনরে
বাবা শাহ্জলাল এর দেশ সিলোট ভূমিরে।।
বাবা শাহ্ পরাণের দেশ সিলোট ভূমিরে।।
সুরমা নদীর তীরে আমার ঠিকানারে ।।
বাবা শাহ্জলাল এর দেশ সিলোট ভূমিরে।।
বাবা শাহ্ পরাণের দেশ সিলোট ভূমিরে।।
লোকসঙ্গীতঃ
সুরমা নদীর তীরে আমার একটি বাংলা লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে। অনেকে ফোক বা লোকগীতি গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন।
সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়।
আমাদের দেশে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, গম্ভীরাসহ আরও নানা ধরণের ফোক গানের সম্ভার রয়েছে। লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ, আব্দুল আলীম, মমতাজ এরা নানা সময়ে নানা ধরণের ফোক সঙ্গীত সৃষ্টি করে এবং গেয়ে জনপ্রিয় হয়েছেন। বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এছাড়াও আমেরিকাতে বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মত শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত।
আরও দেখুনঃ