সুরের ভুবনে আমি আজো(1957) [ Surer vubone ami ajo ] | সত্য সাহা
সুরের ভুবনে আমি আজো(1957) [ Surer vubone ami ajo ] | সত্য সাহা
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা
সুরের ভুবনে আমি আজো লিরিক্স :
সুরের ভুবনে আমি আজো পথচারী ক্ষমা করে দিও
যদি না তোমার মনের মত গান শোনাতে পারি।।
গানের ভাষা আর প্রানের ভাষা
একই বৃন্তে আজো বাধেনি বাসা।
তাই তোমাদের আসর ছেড়ে
মনটা হতে চায় ফেরারী।।
কী বা আছে বলো দেবার মত
সংকোচে তাই আমি অবনত।
আছে শুধু মোর ভালবাসা
তাই দিয়ে যেতে চাই উজার করে।।
গাজী মাজহারুল আনোয়ারঃ
২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।
সত্য সাহাঃ
সত্য সাহা বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক।১৯৩৪ সালের ২৫শে ডিসেম্বর সত্য সাহার জন্ম হয় উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে। ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত প্রথম ছায়াছবি সুতরাং থেকে সত্য সাহার সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা কবরীর ছবিতে আগমন সত্য সাহার হাত ধরে।
চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস ‘সমাধি’ নামক ছবি বানাবেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা গানটির সুর করেন এবং এর রেকর্ডিং হয় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। পরবর্তীতে গানটি বেশ জনপ্রিয় হয়।
১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত প্রথম ছায়াছবি সুতরাং থেকে সত্য সাহার সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা কবরীর ছবিতে আগমন সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তার সুতরাং ছবির জন্য নায়িকা খুঁজছিলেন সে সময়ে ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে এলেন। পরে ১৯৭৫ সালের মাঝামাঝি সময়ে সত্য সাহার প্রযোজনায় ও সুরে ‘অশিক্ষিত’ বাংলা ছায়াছবিটি সম্পূর্ণ এই জমিদার বাড়িতেই চিত্রায়িত হয়েছে।
১৮ দিনে সত্য সাহা বাড়িটিতে শুটিং শেষ করেন। চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস ‘সমাধি’ নামক ছবি বানাবেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা গানটির সুর করেন এবং এর রেকর্ডিং হয় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। পরবর্তীতে গানটি বেশ জনপ্রিয় হয়।
এই প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক ২৭ জানুয়ারি ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন ।
আরও দেখুনঃ