Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

সে কেনো দেখা দিলো রে [ Se Keno Dekha Dilo Re ]

সে কেনো দেখা দিলো রে
কৃষ্ণা চট্টোপাধ্যায়

“সে কেন দেখা দিল রে” গানটি গেয়েছেন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তথা বাংলা কাব্যগীতির জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব কৃষ্ণা চট্টোপাধ্যায় 

সে কেনো দেখা দিলো রে [ Se Keno Dekha Dilo Re ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কৃষ্ণা চট্টোপাধ্যায়

সে কেনো দেখা দিলো রে [ Se Keno Dekha Dilo Re ]

সে কেনো দেখা দিলো রে

না দেখা ছিলো যে ভালো।

বিজুরীর মতো এসে সে,

বিজুরীর মতো এসে সে –

কোথা কোন মেঘে লুকালো

না দেখা ছিলো যে ভালো।।

দেখিতে না দেখিতে সে,

কোথা যে গেলো রে মিশে –

কৃষ্ণা চট্টোপাধ্যায়

যেনো কোন মায়া সরসী

ছুঁতে না ছুঁতে শুকালো।।

যেনো কোন মোহনবাঁশি,

যেনো কোন মোহনবাঁশি রে

সুমধুর জোছনা মিশে

বাজিতে না বাজিতে সে

জোছনায় গেলো রে মিশে।।

যদি বা স্বপনেতে কে

আমারে গেলো যে ডেকে,

প্রভাত আলোরই সনে

মিশানো গেলো সে আলো

না দেখা ছিলো যে ভালো।।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ঃ

কৃষ্ণা চট্টোপাধ্যায়

কৃষ্ণা চট্টোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তথা বাংলা কাব্যগীতির জগতে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। অতুলপ্রসাদ এবং দ্বিজেন্দ্রলালের গানে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করা এই শিল্পী রজনীকান্ত সেন, দিলীপকুমার রায়, হিমাংশু দত্তের গান তথা রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানেও সমান পারদর্শী ছিলেন।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের একজন বিশিষ্ট অতুলপ্রসাদী শিল্পী। কলকাতায় পিতৃগৃহের সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠা কৃষ্ণার অতুলপ্রসাদের গানে তালিম পেয়েছিলেন পিতার হাতেই। তবে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পারিবারিক আদিনিবাস ছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তবে তার ছেলেবেলা কাটে কলকাতার পৈত্রিক বাড়িতে। পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন সেযুগের বিশিষ্ট অতুলপ্রসাদী গায়ক।

২০০৯ সালের ২৩ মে ৭৪ বছর বয়সে এই কিংবদন্তি শিল্পীর জীবনাবসান ঘটে।

আরও দেখুনঃ 

Exit mobile version