Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

হনুমান চালিশা বাংলা লিরিক্স [Hanuman Chalisa Lyrics In Bengali ]

হনুমান চালিশা বাংলা লিরিক্স

হনুমান চালিশা বাংলা লিরিক্স [Hanuman Chalisa Lyrics In Bengali ]

হনুমান চালিশা বাংলা লিরিক্স

হনুমান চালিশা স্তবের পদ –
দোহা:
শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুরু সুধারি।
বরনউ রঘুবর বিমল জসু জো দায়কু ফল চারি॥
বুদ্ধিহীন তনু জানিকে সুমিরোঁ পবনকুমার।
বল বুধি বিদ্যা দেহু মোহিঁ হরহু কলেস বিকার॥
চৌপাঈ:
জয় হনুমান জ্ঞান গুন সাগর।
জয় কপীস তিহুঁ লোক উজাগর॥
রাম দূত অতুলিত বল ধামা।
অঞ্জনি পুত্র পবনসুত নামা॥
মহাবীর বিক্রম বজরঙ্গী।
কুমতি নিবার সুমতি কে সঙ্গী॥
কাঞ্চন বরণ বিরাজ সুবেসা।
কানন কুণ্ডল কুঞ্চিত কেশা॥
হাথ বজ্র ঔ ধ্বজা বিরাজৈ।
কাঁধে মূঁজ জনেউ সাজৈ॥
শঙ্কর সুবন কেশরী নন্দন।
তেজ প্রতাপ মহা জগ বন্দন॥
বিদ্যাবান গুণী অতি চতুর।
রাম কাজ করিবে কো আতুর॥
প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া।
রাম লখন সীতা মন বসিয়া॥
সূক্ষ্ম রূপ ধরী সিয়হিঁ দিখাবা।
বিকট রূপ ধরি লঙ্কা জরাবা॥
ভীম রূপ ধরি অসুর সঁহারে।
রামচন্দ্র কে কাজ সঁবারে॥
লায় সঞ্জীবনি লখন জিয়ায়ে।
শ্রীরঘুবীর হরষি উর লায়ে॥
রঘুপতি কিন্হী বহুত বড়াঈ।
তুম মম প্রিয় ভরতহি সম ভাই॥
সহস বদন তুমহরো জস গাবৈঁ।
অস কহি শ্রীপতি কন্ঠ লগাবৈঁ॥
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা ||
যম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে ||
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা ||
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভয়ে সব জগ জানা ||
য়ুগ সহস্র যোজন পর ভানু |
লীল্য়ো তাহি মধুর ফল জানু ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গয়ে অচরজ নাহী ||
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ||
রাম দুয়ারে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাঁহু কো ডর না ||
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ ||
ভূত পিশাচ নিকট নহি আবে |
মহবীর জব নাম সুনাবে ||
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা ||
সংকট সে হনুমান ছুড়াবৈ |
মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ ||
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা ||
ঔর মনোরধ জো কোয়ি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ ||
চারো যুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা ||
সাধু সন্ত কে তুম রখবারে |
অসুর নিকন্দন রাম দুলারে ||
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা ||
রাম রসায়ন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা ||
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ||
অংত কাল রঘুবর পুরজায়ী |
জহাং জন্ম হরিভক্ত কহায়ী ||
ঔর দেবতা চিত্ত ন ধরয়ী |
হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী ||
সংকট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা ||
জয় জয় জয় হনুমান গোঁসাই|
কৃপা করো গুরুদেব কী নায়ী ||
যো শত বার পাঠ কর কোয়ী |
ছূটহি বন্দি মহা সুখ হোয়ী ||
যো ইয়েহ পড়ে হনুমান চালীশা |
হোয় সিদ্ধি সাখী গৌরীশা ||
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয় মহ ডেরা ||
দোহা:
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ |
রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||
সিয়াবর রামচন্দ্রকী জয় | পবনসুত হনুমানকী জয় | বোলো ভাই সব সঁন্তোকী জয় |

আরও দেখুনঃ
হৃদয় মাঝে মালা গাথি লিরিক্স | Hridoy majhe mala gathi lyrics | Tawhid Jamil | 2021
নিকষ কালো এই আঁধারে গানের লিরিক্স | Nikosh kalo ei adhare gaaner lyrics | Paper Rhyme
তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal | 2020
সুন্দরী তমা আমার জেমস লিরিক্স | Sundori toma amar jems lyrics | Jems
দিন দুনিয়ার মালিক খোদা লিরিক্স | Din duniyar malik khoda lyrics | পবন দাস বাউল | 1997
Exit mobile version